অলরাউন্ডার পরিচয়টাই ভুলিয়ে দিচ্ছেন সাকিব
খুব বেশিদিন আগের কথা না। সাকিব আল হাসান ক্রিজে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গর্জন চলছে সাকিবের নামে। দর্শকদের ভালোবাসার প্রতিদান তিনি দিলেন রশিদ খানের বলে ছক্কা হাঁকিয়ে। বাংলাদেশের ক্রিকেটে অজস্র সুন্দর মুহূর্তের একটি ছিল সেটি। ব্যাট হাতে সাকিব যে কত কত ম্যাচ বাচিয়েছেন, তা গুণলেও শেষ করা মুশকিল।
এখনো আইসিসির তালিকা ঘাঁটলে অলরাউন্ডারের তালিকায় ওপরের দিকেই থাকে সাকিব আল হাসানের নাম। কিন্তু সাকিব কি এখন সত্যিই অলরাউন্ডার। নিজের পরিচয়টা যে সাকিব নিজেই ভুলিয়ে দিচ্ছেন আজকাল। ব্যাট হাতে অফফর্ম নাহয় মেনে নেওয়া যায়, কিন্তু দলে থেকে দশম ব্যাটার হিসেবেও যে ক্রিজে আসলেন না তিনি।
বিপিএলের দশম আসরে ঢাকার বিপক্ষে ম্যাচে আর একটা উইকেট পড়লে হয়ত ১১তম ব্যাটার হিসেবে নামতে হতো সাকিবকে। অথচ এর আগে শনিবার দুপুরে অনুশীলন করেছেন ঘণ্টার বেশি সময় নিয়ে। কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের বল সামলেছেন। এমনকি হোটেলের লবিতেও ব্যাট হাতে সময় পার করেছেন সাকিব। কিন্তু, আসল খেলার সময়েই যে তাকে পাওয়া গেল না।
আরও পড়ুন
সাকিব কেন ব্যাট করছেন না, সেটা সবাই জানে। অস্থির সময় পার করা সাকিব ভুগছেন চোখের সমস্যায়। বিশ্বকাপের সময় থেকে বাঁ চোখের সমস্যা তাঁকে ভোগাচ্ছে ব্যাটিংয়ের সময়। এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন সাকিব। সহজ করে বললে, চাপের সময় চোখের রেটিনায় পানি জমছে সাকিবের। দেখছেন না স্পষ্ট করে।
ভারত, যুক্তরাষ্ট্রয যুক্তরাজ্য আর সিঙ্গাপুর। সব ঘুরে জানা গেল, আপাতত অস্ত্রোপচার বা অন্য কোনো জটিল চিকিৎসাপদ্ধতিতে যেতে হচ্ছে না সাকিবকে। তবে সেরে উঠতেও সময় লাগবে। কিন্তু সেই সময়টা পর্যন্ত নিশ্চয়ই বসে থাকবেন না সাকিব। সন্ধ্যায় খেলা হলেও তাই সিলেটে আজ হাজির হয়েছেন দুপুরে। করেছেন টানা অনুশীলন।
সাকিব এবারের বিপিএলে খেলেছেন তিন ম্যাচ। তাতে ব্যাট করেছেন দুই ম্যাচে। তাতে করেছেন চার রান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে তো ব্যাট হাতেই নামেননি মাঠে। অন্যদিকে বল হাতে কিছুটা হলেও নিজের পুরাতন ধার ধরে রেখেছেন এই বাঁহাতি স্পিনার। প্রথম ম্যাচে ১৬ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। আর দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও ২১ রান দিয়েছেন। নিয়ন্ত্রিত বোলিং করে দলকে সাহায্যও করেছেন।
সাকিব এখন বিশেষজ্ঞ স্পিনার। খেলছেন কেবল বল হাতে চার ওভারের জন্য। তাতে সফল হয়েছেন। নানা কারণে বিতর্কিত সাকিব এখন হয়ত নিজের উপরেও কিছুটা বিরক্ত। অনেক আগেই বলেছিলেন, ব্যাটিং বিষয়টা কষ্ট করে রপ্ত করেছিলেন তিনি। কষ্টের সেই দিনগুলোই হয়ত ক্যারিয়ারের শেষবেলায় আবার ফেরাতে হচ্ছে তাকে।
জেএ