বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবেশ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তীর্থস্থান হিসেবে খ্যাত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স। সিংহভাগ ক্রীড়া ফেডারেশনের অফিস ও বেশ কয়েকটি ক্রীড়া ভেন্যু এই কমপ্লেক্সের মধ্যে। সেই কমপ্লেক্সে নেই ক্রীড়ার পরিবেশ। যত্রতত্র দোকানের মালামাল, সারা দিনব্যাপী গাড়ি পার্কিংয়ের পাশাপাশি যানজটের চিত্র নিত্য নৈমত্তিক।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা ছাপিয়ে ব্যবসা-বাণিজন্যই এখন মূখ্য। ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নেয়ার পর স্টেডিয়ামের পরিবেশ নিয়ে প্রথমদিকেই আলোচনা হয়। নাজমুল হাসান পাপনের ক্ষেত্রেও হয়েছে। স্টেডিয়ামে পরিবেশ সঠিক নেই সেটি নতুন মন্ত্রী মেনে নিয়ে বলেন, 'বাইরে কোথাও স্টেডিয়ামে দোকান নেই। আমাদের এখানে রয়েছে। স্টেডিয়ামের পরিবেশ ভালো না এটা সত্যি।'
সমস্যা চিহ্নিত করলেও সমাধানের ব্যাপারে অবশ্য সীমাবদ্ধতাকে সামনে এনেছেন নাজমুল হাসান পাপন, 'এটা যুগ যুগ ধরে হয়ে আসা সমস্যা। সহসাই তাদের (দোকান) উঠানো সহজ না, যতক্ষণ না তাদের বিকল্প কিছু দেয়া সম্ভব হয়।’ বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুরোপুরি ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনা ক্রীড়া মন্ত্রণালয়-ক্রীড়া পরিষদের একার পক্ষেও সম্ভব নয়। এখানে সিটি কর্পোরেশন সহ আরো অনেক প্রতিষ্ঠান ও অনেক বিষয় জড়িত।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশের ব্যাপারে নিশ্চয়তা না দিলেও নতুন মন্ত্রী নতুন অঙ্গীকার করেছেন, 'সামনে কোনো স্টেডিয়ামে এ রকম পরিবেশ হবে না সেই নিশ্চয়তা দিতে পারি।'
এজেড/এইচজেএস