গেইলের ছক্কার রেকর্ড ভেঙে ব্রাউনের সেঞ্চুরি
বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বুঁদ হয়ে আছে ক্রিকেট বিশ্ব। একই সময়ে বর্তমানে টি-টোয়েন্টির ধুম-ধাড়াক্কা টুর্নামেন্ট চলছে চারটি দেশে। যদিও অস্ট্রেলিয়ার চলমান বিগ ব্যাশ লিগের (বিবিএল) চলতি আসর প্রায় শেষ প্রান্তে। সেখানেই ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন জস ব্রাউন। ১২টি ছক্কার মারে তিনি বিবিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। ব্রাউনের ব্যাটে চড়ে ফাইনালে উঠে গেছে ব্রিসবেন হিট।
১৩তম বিবিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল ব্রিসবেন। আগে ব্যাট করতে নেমে তুখোড় পাওয়ার হিটিংয়ের নিদর্শন রাখেন ব্রাউন। তার ব্যাটিং ঝড়ে একেবারে খড়কুটোর মতো উড়ে যায় প্রতিপক্ষ বোলাররা। মাত্র ৫৭ বল খেলে করেন ১৪০ রান। এর আগে ডানহাতি এই ব্যাটসম্যান মাত্র ৪১তম বলে সেঞ্চুরিতে পৌঁছান।
এর আগে বিবিএলের এক ইনিংসে সর্বোচ্চ ১১টি ছক্কা হাঁকিয়েছিলেন ক্রিস গেইল। সিডনি থান্ডার্সের হয়ে করা ২০১১-১২ আসরের সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল এতদিন। যা গতকাল ভেঙে দেন ব্রাউন। এছাড়া আরও দুজন ১১টি ছয় মেরেছেন বিবিএলে। ব্রিসবেন হিটের হয়েই ক্রিস লিন দু’বার এবং ক্রেইগ সিমন এক ম্যাচে ১১টি ছয় মারার রেকর্ড গড়েছিলেন। তবে এখনও সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দখলে আছে ক্রেইগ সিমনের।
— Brisbane Heat (@HeatBBL) January 22, 2024
এদিকে, ব্রাউনের শতরানে ভর করেই সাত উইকেট হারিয়ে ২৪০ রান তোলে ব্রিসবেন। যা বিবিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ব্রাউনের মারকাটারি ইনিংসের পরে মানসিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছিল অ্যাডিলেড। ফলে তারা প্রত্যাশামতো লড়াই করতেও ব্যর্থ হয়। মাত্র ১৬০ রানেই থেমে যায় অ্যাডিলেইডের ইনিংস। ফলে ৫৪ রানের ব্যবধানে জয় পায় হিট।
আরও পড়ুন
আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ১৩তম আসরের ফাইনাল। ফাইনালে ব্রাউনের ব্রিসবেন হিট মুখোমুখি হবে সিডনি সিক্সার্সের। এদিন ব্যাট করার সময়ে হাল্কা চোট পেয়েছেন ব্রাউন। ফলে ফাইনালের কথা মাথায় রেখে তাকে আর ফিল্ডিং করায়নি ব্রিসবেন।
— 7Cricket (@7Cricket) January 22, 2024
পরবর্তীতে ম্যাচ জেতানো ইনিংস খেলা জস ব্রাউন জানান, ‘অনবদ্য, অবিশ্বাস্য একটা অনুভূতি। আমার সত্যি বলছি এখনও বিশ্বাস হচ্ছে না। আমি খুব খুব খুশি এই ইনিংসটা খেলে। আমার দলকে জেতাতে পেরে আরও খুশি আমি। আমার পরিবার আজ ম্যাচ দেখতে উপস্থিত ছিল। তাদের সামনে এই ইনিংসটা খেলতে পারাটা আরও বেশি আনন্দের বিষয়। যা আমাকে আরও বেশি গর্বিত করেছে। আমি নিশ্চিত ওরাও গর্বিত হয়েছে।’
এএইচএস