কোটি টাকার টার্ফে শঙ্কা অ্যাথলেটিক্স ফেডারেশনের
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্থাপিত হয়েছে নতুন অ্যাথলেটিক্স টার্ফ। এখনো কোনো প্রতিযোগিতা আয়োজিত হয়নি নতুন টার্ফে। এর আগেই টার্ফের সুরক্ষা ও স্থায়ীত্ব নিয়ে শঙ্কিত অ্যাথলেটিক্স ফেডারেশন।
অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, 'ফুটবল মাঠে পানি ছিটানোর সময় পানি ও ময়লা টার্ফে পড়ছে। টার্ফে মাটি ও ময়লা জমলে নষ্ট হতে পারে।’ ফুটবল ফেডারেশন মাঠ সংস্কার নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে অভিযোগের কাঠগড়ায় ইতোমধ্যে দাঁড় করিয়েছে। এবার সেই খাতায় নাম লিখিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশনও।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দেখভালের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের নিযুক্ত প্রশাসক মোবারক করিম লিটনের।অ্যাথলেটিক্স টার্ফে মাটি ও ময়লা প্রসঙ্গে তিনি বলেন, 'স্টেডিয়ামের নির্মাণ কাজ এখনো চলমান। গোলপোস্ট বসানো ও আরো অনেক কাজে মাটির ব্যবহার হচ্ছে। এর কিছু টার্ফে পড়ছে।’ টার্ফে পানি কোনো সমস্যা হবে না বলে মনে করেন লিটন, 'অনেক সময় টানা বৃষ্টি হয় সেই পানি টার্ফে পড়ে। পানি টার্ফে কোনো সমস্যা সৃষ্টি করবে না।’ জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আগামীকাল সরেজমিনে গিয়ে অ্যাথলেটিক্স টার্ফের বিষয়টি পরিদর্শন করবেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ফুটবল ও অ্যাথলেটিক্স ফেডারেশন যৌথভাবে ব্যবহার করে। স্টেডিয়াম সংস্কারের পর অ্যাথলেটিক্স ও ফুটবল কোনো ফেডারেশনই কোনো আয়োজন করতে পারেনি। অ্যাথলেটিক্স ফেডারেশন ৯ ও ১০ ফেব্রুয়ারি জাতীয় অ্যাথলেটিক্স আয়োজন করবে।
এজেড/এইচজেএস