বিপিএলের অধিনায়কত্বকে চাপ মনে করেন না শুভাগত
বিপিএলের উদ্বোধনী দিনেই আগামীকাল (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের প্রতিপক্ষ মাশরাফি বিন মুর্তজার দল সিলেট স্ট্রাইকার্স। নামে-ভারে কিছুটা পিছিয়ে থাকা চট্টগ্রামকে এবারও নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শুভাগত হোম। এবারের আসরে তিনি তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে ভালো করার স্বপ্ন দেখছেন। একইসঙ্গে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে চাপ হিসেবে দেখছেন না বলেও জানান শুভাগত।
এ বিষয়ে শুভাগত বলছেন, ‘(অধিনায়কত্বকে) চাপ হিসেবে দেখছি না। এর আগেও এনসিএল, বিসিএলসহ সব টুর্নামেন্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আমার আছে। আমি আমার অভিজ্ঞতাটা যেন কাজে লাগাতে পারি, আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তাদের সবাই খুবই প্রতিভাবান খেলোয়াড়।’
তরুণদের নিয়ে ভালো করার ব্যাপারে আশাবাদী শুভাগত, ‘তামিম (তানজিদ হাসান), দিপু (শাহাদাত হোসেন), শহিদুল (শহীদুল ইসলাম), আল আমিনদের মতো তরুণ খেলোয়াড় আছে, সব মিলিয়ে আমার খুব একটা সমস্যা হবে না। সবাই খুবই হেল্পফুল, সবাই সবার ভূমিকাটা জানে, নিজেদের ভূমিকাটা পালন করতে পারলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে।’
আরও পড়ুন
মিরপুরের উইকেটে এবার ভালো রান ওঠার ব্যাপারে আশার কথা শুনিয়েছিলেন বিসিবি কর্মকর্তারা। এ নিয়ে চট্টগ্রামের অধিনায়ক বলেন, ‘এটা আসলে এখনই বলা যাচ্ছে না। শেষ বছর এখানে অনেক রান উঠেছে। তেমন যদি উইকেট হয়, তাহলে ১৬০-১৭০ এর মতো রান বেশ লড়াকু পুঁজি হবে। আমরা গতবার ডেথ ওভারে পেস বোলিংয়ে বেশ স্ট্রাগল করেছি। তো এবার সেভাবে আমরা গোছানোর চেষ্টা করেছি, এবং আমরা ভালো পেস বোলার পেয়েছি, স্পিনারও আছে। সে বিষয়টা হয়তো এবার আমরা রিকভার করতে পারব।’
আগামীকাল বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এসএইচ/এএইচএস