২ মাসের জন্য ছিটকে গেলেন ব্রাজিল তারকা
মিশ্র অনুভূতির সময় পার করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সম্প্রতি তারা ফিফা নিষেধাজ্ঞার শঙ্কা থেকে মুক্তি পেয়েছে। নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে টানা ব্যর্থতার বৃত্ত ভাঙার লক্ষ্যে নামার অপেক্ষায় সেলেসাওরা। ঠিক এরই মাঝে তারকা মিডফিল্ডার লুকাস পাকেতার ইনজুরির খবর এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্টহ্যামের হয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু বাঁ-হাঁটুর চোটে পাকেতাকে অন্তত ২ মাসের জন্য বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন সংবাদমাধ্যম বিবিসি।
গত রোববার এফএ কাপের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে ওয়েস্টহ্যামের হয়ে খেলেছেন এই ব্রাজিল তারকা। গত ডিসেম্বরের শেষদিকে আর্সেনালের বিপক্ষে পাওয়া চোট নতুন করে এদিন জেগে উঠেছে পাকেতার। যে কারণে ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগেই খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে মাঠ ছাড়তে হয়। হাঁটুতে চোট থাকায় ২ জানুয়ারি ব্রাইটনের বিপক্ষেও ম্যাচটি খেলতে পারেননি তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পাকেতার চোটের মাত্রা জানার জন্য একজন বিশেষজ্ঞকে দেখাতে হবে। ২০২৩ সাল-জুড়ে ওয়েস্টহ্যামের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তার ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিতভাবে বড় ধাক্কা হয়ে আসছে ডেভিড ময়েসের দলের জন্য। ৪৩ বছরের ইতিহাসে ওয়েস্টহ্যাম গত বছরের জুনে প্রথম কোনো শিরোপা জিতেছিল। ইউরোপা কনফারেন্স লিগে ফ্লোরেন্তিনাকে হারানোর দিনও ম্যাচজয়ী গোলটি আসে পাকেতার পাস থেকে।
— BBC Sport (@BBCSport) January 10, 2024
এবারের মৌসুমে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলেছেন। যেখানে ৫ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬টিতে। লিগ টেবিলে বর্তমানে তার দল ৩৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে। সর্বশেষ ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচে খেলেছিলেন পাকেতা, জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর জাতীয় দলে জায়গা হারিয়েছিলেন ২৬ বছর বয়সী এই তারকা। তবে সামনে দুটি প্রীতি ম্যাচে তাকে সেলেসাও জার্সিতে পুনরায় দেখা যাওয়ার সম্ভাবনা ছিল।
আরও পড়ুন
সম্প্রতি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনালদো রদ্রিগেজকে দায়িত্বে পুনর্বহালের আদেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে সর্বোচ্চবারের বিশ্বচ্যাম্পিয়নদের ওপর থেকে নিষেধাজ্ঞার খড়গ সরে যায়। পরে ফিফাও একই ঘোষণা দিয়েছে। নতুন করে দলটির ডাগআউটে এসেছেন দরিভাল জুনিয়র। তার অধীনে আসন্ন দুটি প্রীতি ম্যাচ ও কোপা আমেরিকায় খেলবে ব্রাজিল। যেখানে তারা বিশ্বকাপ বাছাইপর্বের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায়।
এএইচএস