‘সব ভারতীয় ক্রিকেটারই মদ খায়, বদনাম হয় আমার’
ভারতীয় দলে এক সময় পরিচিত মুখ ছিলেন প্রবীণ কুমার। কিন্তু চোট এবং মাঠের বাইরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে দলে নিজের জায়গা বেশিদিন ধরে রাখতে পারেননি। মিডিয়াম এই পেসার এবার চাঞ্চল্যকর এক মন্তব্য করে নতুন করে বিতর্ক তৈরি করলেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে প্রবীণ দাবি করেছেন, সব ভারতীয় ক্রিকেটারই নাকি মদ খান! কিন্তু স্বীকার কেউ করেন না।
এক সময় জাতীয় দল ও আইপিএলে নিয়মিত খেলা প্রবীণ কুমারের নাম অতীতে একাধিকবার বিতর্কে জড়িয়েছে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, ভারতীয় এই ক্রিকেটারের নাকি নিয়মিত মদ্যপানের অভ্যাস রয়েছে। কিন্তু এসব দাবি স্রেফ উড়িয়ে দিয়েছেন প্রবীণ। তার ভাষ্য, এসব তাকে বদনাম করার অপচেষ্টা।
প্রবীণ বলেন, ‘ভারতীয় দলে থাকার সময় সিনিয়ররা খালি বলত, মদ খেয়ো না, এটা করো না, ওটা করো না। সব সময় একই কথা বলত। কিন্তু সবাই সব কিছু করে। শেষ পর্যন্ত বদনাম হয় আমার। বলা হয়, ‘পিকে (প্রবীণ কুমার) তো মদ্যপান করে’। আসলে সবাই মদ খায়।’
আরও পড়ুন
কোন সিনিয়র ক্রিকেটাররা তাকে উপদেশ দিতেন। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীর মতো ক্রিকেটাররা নাকি। সাবধানী প্রবীণের জবাব, `আমি কারও নাম নিতে চাই না। ক্যামেরার সামনে কারও নাম বলব না। কিন্তু পিকের বদনাম কে করত সেটা সবাই জানে।'
আরও কিছু বিতর্কিত মন্তব্য করেছেন প্রবীণ। তিনি বলেন, ‘সব দলই কম-বেশি বল বিকৃত করে। পাকিস্তানের ক্রিকেটাররা একটু বেশিই বল বিকৃত করে। ওরা বলের একদিক সমানে আঁচড়াতে থাকে। তবে বল শুধু বিকৃত করলেই হয় না। দলের অন্তত একজনকে তার সুবিধা নিতে জানতে হয়। বলের একদিক আঁচড়ে কারও হাতে বল তুলে দিলেই রিভার্স সুইং হবে না। তার সেই দক্ষতা থাকতে হবে।’
২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন প্রবীণ কুমার। দেশের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি ওয়ানডে ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১১২টি উইকেট রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে প্রবীণের।
এফআই