টেস্ট অভিষেকেই দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ব্র্যান্ড
দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো সংস্করণেই এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি নিল ব্র্যান্ড। সেই ব্র্যান্ডই পেলেন প্রোটিয়াদের নেতৃত্ব! আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ব্র্যান্ড কিউইদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দলকে নেতৃত্বে দেবেন!
শুধু নেতৃত্বেই চমক নয়, বলতে গেলে আনকোরা এক স্কোয়াড নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ১৪ সদস্যের দলে অভিষেকের অপেক্ষায় আছেন সাতজন। এই স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হলেন ডুয়ান অলিভিয়ের। ২০১৭ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছেন প্রোটিয়া এই পেসার।
— Proteas Men (@ProteasMenCSA) December 30, 2023
ভারতের বিপক্ষে ঘরের মাটিতে চলমান টেস্ট সিরিজের স্কোয়াডের মাত্র তিনজন আছেন দলে- কিগান পিটারসেন, ডেভিড বেডিংহ্যাম ও জুবাইর হামজা। মূলত নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টুয়েন্টির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় মূল দলের বেশিরভাগ খেলোয়াড়কে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন
আগামী ১০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এসএটি-২০ আর নিউজিল্যান্ডে প্রথম টেস্ট শুরু হবে ৪ ফেব্রুয়ারি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এ টুর্নামেন্টে অংশ নেওয়ার কারণে কিউইদের বিপক্ষে পাওয়া যাবে না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার, জেরাল্ড কোয়েটজে, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদাদের। এ ছাড়া ভারত সিরিজ শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেওয়ায় ডিন এলগারকেও পাচ্ছে না প্রোটিয়ারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে জয় দিয়ে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। বক্সিং ডে টেস্টে ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা।
দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড
নিল ব্র্যান্ড (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, রুয়ান দু সোয়াত, ক্লাইড ফোরটান, জুবাইর হামজা, টিশেপো মোরেকি, মিহালি এমপোংওয়ানা, ডুয়ান অলিভিয়ের, ডেন প্যাটারসন, কিগান পিটারসেন, ডেন পিট, রায়নার্ড ভন টন্ডার, শন ফন বার্গ, খায়া জন্ডো।
এফআই