সিঙ্গাপুরকে হারানোর পুরস্কার পেলেন সাবিনারা
২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া সাবিনা খাতুনদের চলতি বছর অতিবাহিত হয়েছে অধিকার আদায়ের আন্দোলনে। মাঠের সাফল্য বলতে সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচেই জয়। চলতি ডিসেম্বরেই সিঙ্গাপুরকে হারানোর স্বীকৃতি হিসেবে সাবিনারা পেলেন একটি আর্থিক প্রতিষ্ঠানের পুরস্কার।
গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য নৈশভোজ এবং সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওল)। সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াডে থাকা ফুটবলার ও কোচিং স্টাফের সবাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর্থিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সবাইকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সাবিনাদের এই আর্থিক পুরস্কারের বিষয়টি সমন্বয় করেছেন বাফুফের একজন এক্সিকিউটিভ স্টাফ। তার উদ্যোগে সাবিনারা বছরের শেষে একটি স্বীকৃতি পেলেও নারী ফুটবলারদের ফেডারেশনের নিয়মিত বেতনই বকেয়া রয়ে গেছে। গতকাল রাত পর্যন্ত নভেম্বর মাসের বেতন পাননি সাবিনারা। কাল-পরশুর মধ্যে নারী ফুটবলারদের অ্যাকাউন্টে অর্থ যাওয়ার আশ্বাস দিয়েছে ফেডারেশন।
গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা অনেক ব্যক্তি/প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক পুরস্কার পেয়েছিলেন। চলতি বছর নারী ফুটবল দল এশিয়ান গেমস ছাড়া আঞ্চলিক কোনো টুর্নামেন্টে অংশ নেয়নি। নেপাল ও সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি হোম সিরিজ খেলেছে কেবল। নেপালের বিপক্ষে সিরিজটি ড্র করলেও, সিঙ্গাপুরের বিপক্ষে তারা জিতেছে।
এজেড/এএইচএস