জয়ে শুরুর পর থামল মোহামেডান-রাসেল
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) জয় দিয়ে শুরু করেছিল মোহামেডান ও শেখ রাসেল। দ্বিতীয় রাউন্ডে দুই দলের জয়ধারা থেমেছে পরস্পর মুখোমুখি লড়াইয়ে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রাসেল ও মোহামেডানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
আজকের (শুক্রবার) ম্যাচে গোল পেয়েছেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। নবম মিনিটে শেখ রাসেলের দুই জন ডিফেন্ডারের ভুলে বল পেয়ে শাহরিয়ার ইমন বক্সে বাড়ান। দৌঁড়ে এসে সেই বল জালে পাঠান দিয়াবাতে। মোহামেডান ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে ড্রেসিংরুমে ফেরে।
পরে ৬৪তম মিনিটে শেখ রাসেল সমতা আনে। সুমন রেজার দুর্দান্ত পাসে বক্সের ভেতর বল পেয়ে জোরালো শটে গোল করেন সেলেমানি ল্যান্দ্রি। ম্যাচের বাকি সময় দুই দলই কৌশলী ও সতর্ক ফুটবল খেলায় ম্যাচটি ড্র হয়ে যায়। পয়েন্ট ভাগাভাগির ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন শেখ রাসেলের জাপানিজ মিডফিল্ডার কোদাই লিদা।
বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। আজ লিগের ম্যাচ দেখতে ময়মনসিংহ গিয়েছিলেন তিনি। পরে ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার প্রদান করেন।
এজেড/এএইচএস