সিরিজ জিতেই দেশে ফিরব ইনশাআল্লাহ : রিশাদ
সিরিজ জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সফরকারীরা আজ (শুক্রবার) ভালো অবস্থানে ছিল। ম্যাচ ভেস্তে যাওয়ার আগে কিউইরা ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান তুলেছিল। কিন্তু বৃষ্টির কারণে হতাশা নিয়েই ফিরতে হয়েছে শান্ত-শরিফুলদের। তবে এখনও সুযোগ শেষ হয়ে যায়নি, তৃতীয় ম্যাচ দিয়ে সিরিজ জিতেই দেশের ফেরার আত্মবিশ্বাস আছে বলে জানিয়েছেন টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেন।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে রিশাদ বলেন, ‘কোনো আফসোস না রাখাই ভালো। যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজটা নিয়ে দেশে ফেরার জন্য। এত বড় একটি সুযোগ পেয়েছি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো কাজে লাগানোর। আমরা জেতার জন্যই নেমেছিলাম, কিন্তু বৃষ্টি নিয়ে আমাদের কিছু করার নেই।’
আজকের ম্যাচে বাংলাদেশের ফিল্ডাররা দুটি ক্যাচ মিস করেছেন। এ নিয়ে রিশাদের ভাষ্য, ‘এই সিরিজে আমরা কোনো নেগেটিভ চিন্তা করিনি। ক্যাচ মিস হতেই পারে, পরবর্তীতে আর এরকম হবে না ইনশা-আল্লাহ। আমরা নিজেদের প্রসেস অনুযায়ী খেলব, বাকিটা মাঠে দেখা যাবে। মাঠে নামার আগে আমাদের এটা (নিউজিল্যান্ডের যত ভালো ক্রিকেটই খেলুক তার চেয়ে ভালো খেলে জেতার আত্মবিশ্বাস) ছিল। সবার মাথায় ছিল যে আমরা যদি ১০০ কিংবা ১১০ ভাগ দেওয়ার চেষ্টা করি, তাহলে জয় পাব। আমরা চিন্তা করছি যে এই সিরিজটা আমরা দেশে নিয়ে যাব ইনশা-আল্লাহ।’
আরও পড়ুন
ইনজুরির কারণে ম্যাচটিতে ছিলেন না আগের ম্যাচ জেতানো ওপেনার লিটন দাস। লিটন না থাকায় চাপ ছিল কি না এমন প্রশ্নে টাইগার স্পিনারের উত্তর, ‘আগের ম্যাচে দাদা একাই জিতিয়েছেন, এদিক থেকে একটু চাপ তো ছিলই। তবে উনার জায়গায় যে আসছে, তারও এরকম সামর্থ্য আছে। দর্শকও তুলনামূলক বেশি ছিল আজ, কিন্তু বৃষ্টির কারণে তারা হতাশ হয়ে ফিরেছে। তবে আমরা ঠিক আছি।’
এর আগে প্রথম ম্যাচে টাইগার বোলারদের দারুণ নৈপুণ্যে প্রথম টি-টোয়েন্টিতে কিউইরা ১৩৫ রানের লক্ষ্য দিয়ে ৫ উইকেটে হেরেছিল। যা তাদের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। আজ সেটি সিরিজ জয়ে পরিণত করার সুযোগ ছিল শান্তদের সামনে। শেষ সুযোগ কাজে লাগাতে বছরের শেষদিন (৩১ ডিসেম্বর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এসএইচ/এএইচএস