‘ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের আধিপত্যে বঞ্চিত অন্যরা’
বিশ্ব ক্রিকেটে তিন মোড়লের ধারণা অনেক পুরোনো। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নীতি নির্ধারণ ও লভ্যাংশ প্রাপ্তিতেও ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের আধিপত্য দেখা যায়। যার কারণে বাকি দেশগুলো বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। নতুন করে এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার আলী বাখের। একইসঙ্গে তিনি ক্রিকেটের উন্নতিতে আমেরিকা নয়, এশিয়ান অঞ্চলে গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন।
ক্রিকেটের এক ক্যালেন্ডার বর্ষে কোন দল কখন, কোথায় খেলবে— সব বিষয় তিন মোড়লের কথা মাথায় রেখে আইসিসি অনুমোদন দেয় বলে মন্তব্য করেছেন আলী বাখের। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মোড়ল ত্রয়ীর দাপট নিয়ে নিজের অভিমত জানিয়েছেন। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে সভাপতির দায়িত্ব পালনের সময় কাজও করেছিলেন বাখের। কয়েকটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে ‘বিরক্তিকর’ কিছু বিষয়ও দেখেছেন তিনি।
সাবেক এই প্রোটিয়া বোর্ড সভাপতি বলছেন, ‘যখন আইসিসির ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ছিলাম, তখন আমার উদ্দেশ্য ছিল খেলাটি সর্বত্র ছড়িয়ে দেওয়া। কিন্তু এখনকার দিনে তেমনটা দেখা যাচ্ছে না। ক্রিকেটে আধিপত্য দেখাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এতে করে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজসহ অন্যরা বঞ্চিত হচ্ছে। এটা ভালো বিষয় নয়।’
আগামী চার বছর এই তিন দলই সর্বোচ্চ লভ্যাংশ পাবে আইসিসির আয়ে। বিশেষ করে আয়ের অর্ধেক যাবে ভারতের পকেটে। ২০২৪-২৭ চক্রের প্রস্তাবিত মডেলে ভারত যা পাবে, তার ধারেকাছে নেই অন্য বোর্ডগুলো। আইসিসির আয়ের প্রায় ৪০ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের এই বাড়তি আধিপত্য নিয়ে বাখের বলেছেন, ‘আপনাকে খেলাটির প্রসার ঘটাতে হবে। তবে সমস্যাটা হলো, বিশ্ব ক্রিকেটের অর্থে ভারতের আধিপত্য। বিশ্ব ক্রিকেটের ৭০ ভাগ অর্থ আসে ভারতের মাধ্যমে। তবে আমার গভীর আবেগ ছিল ছোট দলগুলোর উন্নয়ন দেখতে চাওয়ায়।’
আরও পড়ুন
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। এছাড়া ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের সংযুক্তিরও প্রক্রিয়া চলছে। ফলে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারে মনোযোগী হতে চায় আইসিসিও। যা নিয়েও সমালোচনা করেছেন বাখের। দক্ষিণ আফ্রিকার হয়ে ১২ টেস্ট খেলা সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, ‘ছোট ইউএসএ মার্কেটে জায়গা করে দিতে তোমার বিলিয়ন বিলিয়ন ডলার দরকার। সত্যিকার অর্থে এমনটা হবে না দুটি কারণে, যা আমি আগেও বলেছিলাম। এজন্য ক্রিকেটের উন্নতির জায়গা হওয়া উচিৎ এশিয়ায়। সেখানে এর বিশাল সম্ভাবনা রয়েছে। যা যুক্তরাষ্ট্রে সম্ভব নয়, এটি অনেক ব্যয়বহুল।’
— Cricket Pakistan (@cricketpakcompk) December 28, 2023
ক্রিকেটে মোড়লদের দাপট নিয়ে অনেকদিন ধরেই দেশগুলোর সমালোচনা করে আসছেন সাবেক ক্রিকেটাররা। স্টিভ ওয়াহ-গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিদের পর এবার সমালোচনায় যোগ দিলেন আলী বাখের। তিন মোড়ল বাকি দলগুলোকে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে দিচ্ছে বলে অভিযোগ তার।
এএইচএস