দর্শকদের নিয়ে ‘নাচলেন’ হাসান, অটোগ্রাফ দিলেন কপালে
মেলবোর্নে পাকিস্তান ও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে। এখনও ম্যাচ নির্দিষ্ট করে কারও দিকে মোড় নেয়নি। তবে ক্যাচ হাতছাড়া করে এগিয়ে থাকার সুযোগ হারিয়েছে সফরকারী পাকিস্তান। এদিকে দু’দলের রোমাঞ্চকর লড়াই ছাপিয়ে আরেকটি বিষয় আলোচনায় জায়গা করে নিয়েছে। আর সেটি হচ্ছে পাক পেসার হাসান আলীর সঙ্গে নাচের ভঙ্গিতে মেলবোর্নের দর্শকদের যোগ দেওয়ার দারুণ মুহূর্ত। এছাড়া মজা করে অজি দর্শকের কপালে তার অটোগ্রাফ দেওয়ার একটা ছবিও ছড়িয়ে পড়েছে।
পেসার হাসান আলী কেমন আমুদে ও রসিক সেটি ক্রিকেট ভক্তদের অজানা নয়। আগেও খেলার মাঠে বিনোদনের উপলক্ষ্য এনে দেওয়ার নজির রয়েছে তার। এদিনও মেলবোর্নের দর্শকদের সঙ্গে নিয়ে ব্যতিক্রমী ও স্মরণীয় দিন কাটিয়েছেন ২৯ বছর বয়সী এই পেসার। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, প্রথমে ব্যায়ামের মতো দুই হাত উপরে তুলে অঙ্গভঙ্গি করেন হাসান। পরে পেছনে থাকা দর্শকরাও তার সঙ্গে যোগ দেওয়ায় নাচের মতো ছন্দ তৈরি হয়।
— cricket.com.au (@cricketcomau) December 28, 2023
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্টে অজিদের বিপক্ষে লড়ছে পাকিস্তান। ম্যাচের তৃতীয় দিনে দু’দল ঘটনাবহুল সময় পার করেছে। আজ (বৃহস্পতিবার) দিনের শুরুতে মাত্র ১৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল প্যাট কামিন্সের দল। এরপর স্ক্রিপ্ট বদলে নতুন গল্প লিখে মিচেল মার্শ ও স্টিভেন স্মিথের জুটি। এই জুটিতে ১৫৩ রান পেয়ে অস্ট্রেলিয়া দুর্দান্ত কামব্যাক করে। এরপর অবশ্য দুজনই ফিরেছেন অল্প সময়ের ব্যবধানে। মার্শ ৯৬ এবং স্মিথ ৫০ রানে আউট হন।
আরও পড়ুন
প্রথম ইনিংসে ৫৪ রানে পিছিয়ে থাকা পাকিস্তানকে এদিন লড়াইয়ের ব্রেকথ্রু এনে দেন দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও মির হামজা। দুর্দান্ত গতি ও সুইংয়ের মিশেলে শুরুতেই তারা অজি ব্যাটিংয়ে ধস নামান। দুজনই শিকার করেছেন সমান ৩টি করে উইকেট। ১৮৭ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়া আগামীকাল চতুর্থ দিনেও ব্যাট করবে। ইতোমধ্যে তারা লিড নিয়েছে ২৪১ রানের।
তৃতীয় দিনেও পাকিস্তানের হতাশার নাম ছিল ক্যাচ মিস। প্রায় সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেলা মার্শের ক্যাচ ছাড়েন স্লিপে থাকা পাকিস্তানের ফিল্ডার আব্দুল্লাহ শফিক। এ নিয়ে দুই ইনিংসে তিনি দুটি ক্যাচ ছেড়েছেন। আগের ইনিংসে ম্যাচের একেবারে শুরুতেই তার হাত থেকে অজি তারকা ডেভিড ওয়ার্নারের ক্যাচ ফসকে যায়। এছাড়া অধিনায়ক শান মাসুদ ছেড়েছিলেন ট্র্যাভিস হেডের ক্যাচ। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে মার্শ দ্বিতীয় জীবন না পেলে আরও সুবিধাজনক অবস্থানে থাকতে পারত পাকিস্তান।
এএইচএস