সমুদ্রে নেইমারের প্রমোদতরী, পার্টি চলবে ৩ দিন
জন্মস্থান ব্রাজিলের সান্তোস থেকে সমুদ্রে পাল তুলেছে ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়রের প্রমোদতরী। হাজারও যাত্রী নিয়ে রিও ডি জেনেইরোর দক্ষিণ পাশে ভ্রমণ করছে এই ক্রুজশিপ। বড়দিন উপলক্ষে এই তারকা ফরোয়ার্ড ক্রুজশিপে তিনদিন ব্যাপী পার্টির আয়োজন করেছেন। যে ভ্রমণের সঙ্গী হতে বড় অঙ্কের মূল্যে টিকিট কাটতে হয়েছে পর্যটকদের। জাহাজটি মাঝে ৭২ ঘণ্টা আটলান্টিক মহাসাগরেও অবস্থান করবে। যেখানে নেইমার, তার পরিবার ও কাছের বন্ধুরাও রয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২৬ ডিসেম্বর সাও পাওলো শহরের সান্তোস থেকে যাত্রা শুরু করেছে এই ক্রুজশিপ। এমএসসি কোম্পানি তাদের এই ক্রুজে নেইমারসহ ও তার নিকটাত্মীয়দের ভ্রমণের কথা নিশ্চিত করেছে। এছাড়া টিকিট কাটা ভ্রমণেচ্ছুদের এক হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার (প্রায় ৭ লাখ ৩২ হাজার টাকা) ইউরো পর্যন্ত গুনতে হচ্ছে। তিন দিন ও তিন রাতের এই ভ্রমণের জন্য রাখা হয়েছে বিনোদনের সকল ব্যবস্থা।
জানা গেছে, ৭২ ঘণ্টা ‘ননস্টপ’ বিনোদনের জন্য এই প্রমোদতরীতে রয়েছে ক্যাসিনো, কনসার্ট, বিশেষ স্টোর, বোলিং, গেমিং রুম, ফোর-ডি সিনেমা, একটি ওয়াটার পার্ক, জিম, স্পা, থিয়েটার চশমা। এছাড়া বোর্ডে উপভোগ করার জন্য বিশ্বের সেরা খাবার রয়েছে। যেখানে তিনটি পার্টি হবে— একটি সাদা, একটি কস্টিউম পার্টি ও আরেকটি গ্রীষ্মকালের সঙ্গে মিল রেখে। ব্রাজিলের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা অংশ নেবেন এসব পার্টিতে।
আরও পড়ুন
জাহাজের বিশেষ কেবিনগুলোকে একটি ক্লাসিক ডিজাইন এবং উচ্চ প্রযুক্তি সরবরাহ করে ভালোভাবে সামঞ্জস্য করা হয়েছে, যা এই সমুদ্রযাত্রার অ্যাডভেঞ্চারে অতিথিদের জন্য বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা নিশ্চিত করবে।
উল্লেখ্য, চোটের কারণে গত অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন নেইমার। চলতি মৌসুমে আল হিলালের এই তারকাকে আর মাঠ দেখার সম্ভাবনাই নেই। আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকাতেও এই সেলেসাও তারকা খেলতে পারবেন না বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। পার্টি-আসক্ত নেইমারের বিরুদ্ধে চোট নিয়েও এমন আনন্দ-মাস্তিতে মজে থাকার অভিযোগ পুরোনো। আরও একবার যার বাস্তব প্রমাণ দিচ্ছেন তিনি।
এএইচএস