হাথুরুর চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপে
আগের নিউজিল্যান্ড সফরে টেস্ট না জেতার আক্ষেপ মিটিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে তাদেরই বিপক্ষে ওয়ানডেতে কোন জয় ছিলো না। চলতি সফরে শেষ হয়েছে ওই আক্ষেপ। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে আক্ষেপ মেটানোর পালা বাংলাদেশের সামনে। তবে এরচেয়ে বড় লক্ষ্যও আছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সামনে। সেটা আসন্ন বিশ্বকাপ।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো ধারাবাহিক দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এখনও কোন ম্যাচেও জয় আসেনি। কাজটা কঠিন কিনা সেই প্রশ্নের উত্তরে টাইগার কোচ জানিয়ে দিলেন তার বড় লক্ষ্যের কথা, ‘কতটা কঠিন জিজ্ঞেস করলে বলব, আমরা এখনও নিউজিল্যান্ডে কোনো টি-২০ ম্যাচ জিতিনি। ওয়ানডেতে একটা জয় পেয়েছি সেটাও সিরিজের শেষ ম্যাচ। আমরা কীভাবে খেলতে চাই তার উপর কন্ডিশনের বড় একটা ভূমিকা আছে। একইসাথে আমরা একটা চোখ রাখছি বিশ্বকাপে। আমরা বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি।’
আরও পড়ুন
বিশ্বকাপের বছর, সেটা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। হাতে থাকা সময়ে নিজেদের পরিপূর্ণ প্রস্তুত করতে চান তিনি 'বিশ্বকাপের আগে ১১টি ম্যাচ আছে। সাথে আবার বিপিএলও আছে। আমরা খেলোয়াড়দের স্বাভাবিক খেলার নিশ্চয়তা দিয়ে তাদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিতে চাই। বিশ্বকাপে ভালো করার জন্য… এটাই পরিকল্পনা। ১১টি ম্যাচই আছে আমাদের হাতে। এই পরিমাণ ম্যাচ প্রস্তুতির জন্য যথেষ্ট কি না তা বলে লাভ নেই। এই সময়ের মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে।’
শেষ ওয়ানডের জয় এই ম্যাচেও কাজে লাগাতে চান কোচ হাথুরুসিংহে। ওয়ানডে ফরম্যাটে জয় এলেও, সেটা টি-টোয়েন্টিতে কাজে দেবে বলেই বিশ্বাস করেন তিনি, ‘এই জয় মানসিকভাবে অবশ্যই সহায়তা করবে। ভালো একটা জয় পেলে তো মানসিকভাবে সাহায্য করবেই। আপনি এমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবেন। সেটা যে ফরম্যাটই হোক। এই জয় আমাদের টি-২০ সিরিজে আত্মবিশ্বাস দেবে।’
এসএইচ/জেএ