যে কারণে ইনজামামের চোখে বাবর সবার চেয়ে আলাদা
শেষ কয়েক বছর পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন দারুণ ফর্মে। শেষ এক বছরে সেটা যেন আগুনে রূপই নিয়েছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে এসেছেন দিন দুয়েক হলো, টি-টোয়েন্টিতেও আছেন চূড়ার কাছাকাছি, পিছিয়ে নেই টেস্টেও। বাবরের এমন ধারাবাহিকতাকে রীতিমতো অভূতপূর্বই বলে বসলেন ইনজামাম উল হক। জানালেন, আগে আর কারো ভেতরই এমন কিছু দেখেননি আদৌ!
বাবরের ঝাঁজটা ভালোভাবেই টের পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেই ওয়ানডে সিরিজ থেকে শুরু। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরিটা পেতে পেতে পাননি তিনি। এরপর ফরম্যাট বদলে টি-টোয়েন্টিতে এলেও ফর্মে হেরফের হয়নি তার। তিন টি-টোয়েন্টিতে ৬২ গড়ে করেছেন ১৮৬ রান। আজ শেষ ম্যাচটা তো বাকিই আছে।
এমন ধারাবাহিকতাকে পাকিস্তানের জন্য নতুন কিছু বলেই আখ্যা দিলেন ইনজামাম। সম্প্রতি নিজের ইউটিউবে একটি ভিডিওবার্তায় তিনি বলেন, ‘বাবরের ব্যাটিংয়ের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এমন ব্যাটিং পাকিস্তান ক্রিকেটের কাছে আগে কখনো দেখিনি।’
ভিডিওবার্তাটি তিনি দিয়েছিলেন তৃতীয় টি-টোয়েন্টির পর, যেখানে বাবর আজম রীতিমতো তুলোধুনো করেছিলেন দক্ষিণ আফ্রিকান বোলারদের। ৪৯ বলে সেঞ্চুরি তুলে নিয়ে পাকিস্তানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিটা নিয়ে আসেন নিজের দখলে। এরপরই ভিডিওবার্তায় ইনজামাম বলেন, ‘আগের ম্যাচে সে কিছুটা স্নায়ুচাপে ছিল, কারণ দলের ব্যাটিং লাইন আপ গভীর ছিল না। তবে এ ম্যাচে সে দারুণ খেলল। কোনো তাড়াহুড়ো করেনি, প্রত্যেকটা শটই ছিল ক্রিকেটীয় রীতি মেনে। সে যে বিশ্বসেরা, এতে কোনো ভুল নেই।’
এমন ফর্মে থাকা বাবরকে দৃষ্টি প্রসারিত করার আহ্বানই জানালেন ইনজামাম। বললেন, ‘বাবর যেই মাপের খেলোয়াড়, তাতে পাকিস্তানের গণ্ডিতে নয়, বিশ্বরেকর্ডগুলো তার দখলে থাকা উচিত। তার মতো ধারাবাহিক আগে কখনো কাউকে খেলতে দেখিনি আমি।’
এনইউ