লিটনকেও হারাল বাংলাদেশ
নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৪ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে তৃতীয় ব্যাটার হিসেবে লিটন দাসকে হারিয়ে কিছুটা ছন্দ হারিয়েছে টাইগাররা।
জ্যাকব ডুফির অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে কাভার পয়েন্টে থাকা উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দেন লিটন। ফেরার আগে মাত্র ৬ রান করে যান তিনি।
রিপোর্টটি লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৬ রান। সৌম্য সরকার ২৯ রান ও ১ রান নিয়ে উইকেটে আছেন তৌহিদ হৃদয়।
এর আগে, ব্যক্তিগত ৬ রানে আউট হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জ্যাকব ডুফির শর্ট লেন্থের বল লেগ সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন শান্ত। তবে বল কানায় লেগে চলে যায় হেনরি নিকোলসের হাতে।
সাবধানি শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি এনামুল হক বিজয়। মাত্র দুই রান করে সাজঘরে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার।
দলীয় ১১ রানে বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। অ্যাডাম মিলনের লেন্থ বল খেলতে গিয়ে সেকেন্ড স্লিপে ক্যাচ দেন বিজয়। তা সহজেই তালুবন্দি করেন সেখানে থাকা কিউই অধিনায়ক টম লাথাম। ফলে ১২ বলে দুই রান করে ফিরতে হয় বিজয়কে।
কেএ