রোহিতের মুম্বাই ছাড়ার গুঞ্জন, যা জানাল ফ্র্যাঞ্চাইজিটি
টানা দশ বছর ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ছিলেন রোহিত শর্মা। দলটিকে পাঁচবার আইপিএলের শিরোপাও এনে দিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাইয়ের দাপটের অনেকটা জুড়েই মিশে ছিলেন ভারতের এই ওপেনার। এবার অধিনায়কের পদে নেই রোহিত। অভিজ্ঞ এই ক্রিকেটারকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে।
‘হিটম্যান’-এর হাত থেকে মুম্বাইয়ের নেতৃত্বের আর্মব্যান্ড সরতেই অনেকে বলেছিলেন, বিষয়টি ভালোভাবে নেননি রোহিত। দল ছেড়ে দিতে পারেন। শুধু রোহিত নন, তার সঙ্গে দল ছাড়তে পারেন আরও কয়েকজন মুম্বাই তারকা। রোহিতের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন জশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবের মতো তারকারাও।
এমনও জল্পনা ছড়িয়েছিল, রোহিতকে দলে পাওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজির কোচ এবং কর্তারা তার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। রোহিতকে নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন আইপিএল নিলামের দিন মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে জানিয়ে দেওয়া হলো, রোহিত শর্মাকে নিয়ে যেসব খবর ছড়িয়েছে, তার কোনোটাই ঠিক নয়।
মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রোহিত শর্মা কোনো দলেই যাচ্ছেন না। তিনি থাকছেন মুম্বাই ইন্ডিয়ান্সেই। ফ্র্যাঞ্চাইজিটির তরফে জানানো হয়েছে, ‘যে খবরগুলো শোনা গেছে এতদিন ধরে, তা সম্পূর্ণ ভুল। মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ক্রিকেটারই দল ছেড়ে যাচ্ছেন না। আমরাও কাউকে ট্রেড করে দিচ্ছি না। আরও বলা হয়েছে, ‘সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি ক্রিকেটারের সঙ্গে আলোচনা করা হয়েছিল। প্রত্যেককে জানানো হয়েছিল। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোহিতও ছিল।
এদিকে, ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলছে, পান্ডিয়ার মুম্বাইয়ে ফেরার প্রথম শর্তই ছিল অধিনায়কত্ব। কারণ, এখন টি-টোয়েন্টিতেও বেশিরভাগ সিরিজে ভারতের অধিনায়কত্ব করতে তাকেই দেখা যায়। সাদা বলের ক্রিকেটে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে হার্দিককেই ভাবা হচ্ছে। যেখানে গুজরাটের হয়ে তিনি সাফল্য পেয়েছেন সেখানে গত দু’বছরে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে ব্যর্থ রোহিত। সেই কারণে হয়তো হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই। সরিয়ে দেওয়া হয় রোহিতকে।
এ ছাড়া টি-টোয়েন্টিতে রোহিতের ফর্মটাও একটা বড় কারণ হতে পারে। আইপিএলের সর্বশেষ আসরে মুম্বাইয়ের হয়ে ২০.৭৫ গড়ে ১৬টি ম্যাচে ৩৩২ রান করেছিলেন রোহিত। শেষ বার ২০১৬ সালে আইপিএলে ৩০-এর বেশি গড় ছিল রোহিতের। মুম্বাই ফ্র্যাঞ্চাইজি হয়তো ভেবেছে অধিনায়কত্বের চাপের জন্য ব্যাটিংয়ে মন দিতে পারছেন না রোহিত। চাপ ছাড়া খেললে আরও ভালো ব্যাট করবেন তিনি।
এফআই