পার্থে হারের পর শাস্তিও পেল পাকিস্তান
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত পার্থ টেস্টে পাকিস্তানের পারফরম্যান্স ছিল ভুলে যাওয়ার মতো। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে অসহায় ছিলেন পাকিস্তানের ব্যাটাররা। দুঃস্বপ্নের মতো এমন এক টেস্ট এখনও তাড়া করছে পাকিস্তানকে। পার্থে স্লো ওভার রেটের কারণে এবার তাদের শাস্তি দিয়েছে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের সব খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।
আইসিসির কোড অব কন্টাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য দলের সকল সদস্যের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে এক ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কেটে নেয়া হয়।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগেল শ্রীনাথ পাকিস্তানের ওপর এই শাস্তির রায় দিয়েছেন। পাকিস্তান নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
এদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট মেলবোর্নে শুরু হবে বক্সিং ডেতে। তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি ৩-৭ জানুয়ারী সিডনিতে অনুষ্ঠিত হবে।
এইচজেএস