পাকিস্তানের হারে সুখবর পেল ভারত
পার্থ টেস্টে পাকিস্তানকে ৪৫০ রানের কার্যত অসম্ভব টার্গেট ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। এমন রান তাড়ায় জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। পাহাড়সম টার্গেট তাড়ায় শান মাসুদের দল ৩০.২ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে। ৩৬০ রানের বড় হারে টেস্ট সিরিজ শুরু করল পাকিস্তান। এদিকে, পাকিস্তান হারতেই সুখবর পেল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাবর আজমদের টপকে শীর্ষে সবার উপরে উঠে এলেন রোহিত শর্মারা। দু’দলেরই পয়েন্ট শতাংশ একই (৬৬.৬৭)। কিন্তু ভারতের থেকে বেশি ম্যাচ খেলার কারণে দু’নম্বরে নেমে গেছে পাকিস্তান।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলে দু’টিতে জিতেছে পাকিস্তান। হেরেছে একটিতে। তাদের পয়েন্ট ২৪। অন্যদিকে, ভারত চ মাত্র দু’টি টেস্ট খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের একটিতে জিতেছে, আর অন্যটি ড্র হয়েছে। ফলে তাদেরও পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।
এখনও পর্যন্ত দু’টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে আইসিসি। দু’টিরই ফাইনালে উঠেছে ভারত। কিন্তু কোনোবারই জিততে পারেনি তারা। প্রথম বার হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। সর্বশেষ চলতি বছর তারা হারে অস্ট্রেলিয়ার কাছে।
পার্থ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৪৮৭ রানে অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট হয় শান মাসুদের দল। সুযোগ থাকলেও পাকিস্তানকে ফলো-অন করায়নি অজিরা। ২১৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও ২৩৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
৪৫০ রানের পাহাড়সম টার্গেট তাড়ায় আজ চতুর্থ দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। শেষ পর্যন্ত মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে শান মাসুদের দল।
এফআই