শরিফুলের জোড়া আঘাতে বাংলাদেশের দারুণ শুরু
ডানেডিনে টস জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন বল করার। কেন শান্ত আগে বল করতে চাইলেন, সেটার প্রমাণ শুরুতেই দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতেই জোড়া আঘাত করেছেন এই পেসার। তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা পেয়েছে উড়ন্ত সূচনা।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৬ ওভারে। নিউজিল্যান্ডের শীতের সঙ্গে ঠান্ডা বাতাস পেসারদের জন্য ছিল আদর্শ। সেই সুবিধা অন্তত শুরু দিকে ভালোই নিয়েছে বাংলাদেশ।
তিন পেসারকে নিয়ে এদিন ম্যাচ শুরু করেছে বাংলাদেশ। শরিফুল ছাড়াও আছেন হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। ইনিংসের প্রথম বলেই চার হাঁকান উইল ইয়াং। জবাব দিতে সময় নেননি শরিফুল। চতুর্থ বলেই হালকা আউটসুইংয়ের চেষ্টা করেছেন, তা কাজেই দিয়েছে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বাধ্য হয়েছেন দারুণ একটা বিশ্বকাপ পার করে আসা রাচিন রবীন্দ্র।
দুই বল পর সেই একই চিত্র। এবার বল আরেকটু খাটো লেন্থে ছিল। সামনে খেলতে চেয়ে এজড হয়েছেন হেনরি নিকোলস। এনামুল হক বিজয়কে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
অধিনায়ক টম ল্যাথাম আর উইল ইয়াং এরপর মনোযোগ দিয়েছেন ইনিংস মেরামতের কাজে। ১০ ওভার শেষে কিউইদের স্কোর হয়েছে ৩৭ রান।
জেএ/এএএ