টেস্ট শুরুর আগেই পাকিস্তানকে হতাশ করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের একটি প্রস্ততি ম্যাচ খেলেছে পাকিস্তান। আর সেই ম্যাচের উইকেট ছিল মন্থর। যেখানে পেসাররা একেবারেই সুবিধা পান না। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এমন উইকেট সাধারণত দেখা যায় না। পাকিস্তানের প্রধান কোচ মোহাম্মদ হাফিজ মনে করেন, মূল টেস্টেও এমন পিচ থাকবে না।
প্রস্তুতি ম্যাচের উইকেট নিয়ে ইতোমধ্যেই গণমাধ্যমে অভিযোগ তুলেছেন হাফিজ। গতকাল তিনি বলেছেন, ‘সত্যি বলতে, দল হিসেবে আমরা বেশির ভাগ বিভাগেই তৈরি। কিন্তু ক্যানবেরাতে প্রস্তুতি ম্যাচের জন্য আমাদের যে উইকেট দেওয়া হয়েছে, আমরা বিস্মিত আর হতাশ হয়েছি।’
‘অস্ট্রেলিয়া সফর করতে এসে আমরা যে ধরনের উইকেটে এখন পর্যন্ত খেলেছি, এর মধ্যে সবচেয়ে মন্থর ছিল এটা। কিন্তু আমরা যে প্রস্তুতি নিয়েছি, দল হিসেবে আমরা খুশি। আমাদের সামনে যে রোমাঞ্চকর চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এর জন্য আমরা নিশ্চিতভাবেই প্রস্তুত।’-আরো যোগ করেন হাফিজ।
প্রস্তুতি ম্যাচের উইকেট নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কোনো অভিযোগ করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে হাফিজ বলেন, 'সবাই এটা জানে। এটা বারবার বলার কিছু নেই। আমরা এ ধরনের কিছু আশা করিনি। তাই অনেক বেশি হতাশ। হতে পারে, এটাই তাদের কৌশল। কিন্তু আমরা এর জন্য তৈরি।’
উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘ক্যানবেরায় তারা কম বাউন্সের উইকেটে প্রস্তুতি নিয়েছে। আশরা করছি, বাউন্সি উইকেটে আমরা তাদের ভোগাতে পারব। কোনো সন্দেহ নেই যে এটা একটা সুবিধা।’
এইচজেএস