বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন তাদের দেশে। আগামী ১৭ ডিসেম্বর (রোববার) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
আগামী বৃহস্পতিবারের এই প্রস্তুতি ম্যাচের জন্য আজ মঙ্গলবার একাদশ ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
Bangladesh Cricket : The Tigers open their New Zealand white ball tour with a One Day warm-up against a New Zealand XI on Thursday. NZ XI Squad | https://on.nzc.nz/46TlG6y
Posted by Blackcaps on Monday, December 11, 2023
বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত সময় কাটছে ক্রিকেট দেশগুলোর। ওয়ানডে বিশ্বকাপের আগেই নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ভারতের মাটিতে টুর্নামেন্ট শেষে দুই টেস্ট খেলতে ভারত থেকে ফের বাংলাদেশে আসে কিউই বাহিনী। দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে গত শনিবার (০৯ ডিসেম্বর)।
এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর চলতি মাসের ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি।
নিউজিল্যান্ড একাদশ: ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিংহ, কুইন সানডে এবং জামাল টড।
বাংলাদেশের ওডিআই স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন এবং রাকিবুল হাসান।
এসএইচ/এফআই