বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ কবে কখন
বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত সময় কাটছে ক্রিকেট দেশগুলোর। ওয়ানডে বিশ্বকাপের আগেই নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ভারতের মাটিতে টুর্নামেন্ট শেষে দুই টেস্ট খেলতে ভারত থেকে ফের বাংলাদেশে আসে কিউই বাহিনী। দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে গত শনিবার (০৯ ডিসেম্বর)।
এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর চলতি মাসের ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি।
ওয়ানডে সিরিজের সময়সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
১৭ ডিসে. (রোববার) | প্রথম ওয়ানডে | ওভাল বিশ্ববিদ্যালয়, ডানেডিন | ভোর ৪টায় শুরু |
২০ ডিসে. (বুধবার) | দ্বিতীয়ওয়ানডে | স্যাক্সটন ওভাল, নেলসন | ভোর ৪টায় শুরু |
২৩ ডিসে. (শনিবার) | তৃতীয় ওয়ানডে | ম্যাকলিন পার্ক, নেপিয়ার | ভোর ৪টায় শুরু |
*বাংলাদেশ সময় অনুযায়ী
টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
২৭ ডিসে. (বুধবার) | প্রথম টি-২০ | ম্যাকলিন পার্ক, নেপিয়ার | দুপুর ১২ টা ১০ |
২৯ ডিসে. শুক্রবার | দ্বিতীয় টি-২০ | বে ওভাল, মাউন্ট মঙ্গানুই | দুপুর ১২ টা ১০ |
৩১ ডিসে. (রোববার) | তৃতীয় টি-২০ | বে ওভাল, মাউন্ট মঙ্গানুই | দুপুর ১২ টা ১০ |
*বাংলাদেশ সময় অনুযায়ী
এফআই