আবরারের বদলি ঘোষণা করল পিসিবি
বিশ্বকাপ ব্যর্থতার পর নিজেদের দলকে ঠেলে সাজানোর প্রচেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে নতুন কোচ, ডিরেক্টর আর অধিনায়ক নিয়োগ দিয়েছে তারা। এখন তারা আছে তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়াতে। সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নতুন করে যাত্রা শুরু করতে চায় পাকিস্তান। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগেই পাকিস্তান শিবিরে দেখা দিয়েছে ইনজুরি।
প্রস্তুতি ম্যাচেই হাঁটুর চোটে পড়েছিলেন দলের লেগস্পিনার আবরার আহমেদ। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। অনিশ্চিত পরের টেস্টের জন্যেও। পার্থ টেস্টে তার না থাকা নিশ্চিত। তবে বক্সিংডে টেস্টে তাকে পেতে চায় টিম ম্যানেজমেন্ট। যে কারণেই অস্ট্রেলিয়াতেই থাকছেন আবরার। আর তার চোটের কথা বিবেচনা করে দলে ডাক পেয়েছেন সাজিদ খান।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে জানানো হয়, আবরার পার্থেই তার পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবে। বক্সিং ডে টেস্টের আগে তার সুস্থতা নিয়ে আবার পরীক্ষা করা হবে। পিসিবি মেলবোর্ন এবং সিডনি টেস্টের স্কোয়াড থেকে এখনই এই স্পিনারকে সরিয়ে নেয়নি।
অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচে প্রায় ২৭ ওভার বোলিং করার পর ডান হাটুতে তীব্র ব্যাথার কারণে মাঠ ছাড়তে হয় আবরারকে। ৬ টেস্টে ৩৮ উইকেট নেওয়া এই স্পিনারের এবারের সফরে প্রধান স্পিনারের ভূমিকায় থাকার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় শুরু হয়েছে। সফরের শেষ দিকেও তাকে পাওয়া না গেলে নুমান আলীকেও দলে দেখা যেতে পারে।
আরও পড়ুন
সাজিদ অবশ্য এর আগে ৭ টেস্ট খেলেছেন। নিয়েছেন ২২ উইকেট। ২০২৩ সালে পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেট কায়েদ-এ-আজম ট্রফিতে ৬ ম্যাচে ১৮ উইকেট পেয়েছিলেন তিনি। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে ১২তম স্থান দখল করেছিলেন তিনি। এছাড়া আঘা সালমানকেও এই সিরিজে স্পিনারের ভূমিকায় দেখা যাবে।
তবে স্পিন বিভাগে শক্তিতে কিছুটা ধাক্কা খেলেও পেস লাইনআপের দিকে তাকিয়ে আশাবাদী হতেই পারে পাকিস্তান। শাহিনশাহ আফ্রিদি থাকছেন নেতৃত্বের ভূমিকায়। এছাড়া থাকবেন হাসান আলী, মীর হামজা, মোহাম্মদ ওয়াসিম, ফাহিম আশরাফের মত তারকারা। এরসঙ্গে স্কোয়াডে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা খুররাম শাহজাদ এবং আমির জামাল।
অজিদের বিপক্ষে তিন ম্যাচের প্রথমটি শুরু হবে ১৪ ডিসেম্বর। পার্থের অপটাস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে বক্সিং ডে টেস্ট। আর নতুন বছরের ৩ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে সিরিজের শেষ টেস্ট।
জেএ