টেস্ট হারের সঙ্গে বাড়তি ‘প্রাপ্তি’ বাংলাদেশের
পছন্দের মাঠ মিরপুরের চিরচেনা পিচে ফল পক্ষে আসেনি বাংলাদেশের। অবশ্য হোম অব ক্রিকেটে টাইগারদের সাম্প্রতিক পরিসংখ্যানও আশা জাগানিয়া নয়। ওয়ানডেতে এ বছর মিরপুরে সাকিব-শান্তদের হার শতভাগ। তবে দুই টেস্টে জয়ের পর এই ভেন্যুতে সর্বশেষ সাদা পোশাকের ফরম্যাটে হার দিয়ে তারা বছর শেষ করেছে। বৃষ্টি ও আলোকস্বল্পতার কল্যাণে ম্যাচটি গড়িয়েছিল চতুর্থ দিনে। তবে বলের হিসেবে ম্যাচটি দুদিনও হয়নি। এমন নেতিবাচক পরিসংখ্যানের সঙ্গে বাড়তি অস্বস্তি যোগ হয়েছে বাংলাদেশ শিবিরে।
সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটের হার টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শান্তদের পিছিয়ে দিয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে এসেছিল স্বাগতিকরা। এবার তার দুই ধাপ পিছিয়ে চারে নেমে গেছে। তবে তাদের পয়েন্ট ১২ একই রয়েছে। বিপরীতে দুইয়ে ভারত এবং তিনে উত্তীর্ণ হয়েছে নিউজিল্যান্ড।
সিলেটে প্রথম ম্যাচ জয়ের পর ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে ছিল টাইগাররা। মিরপুরে জিতলে নিজেদের পয়েন্ট যেমন ২৪-এ নিয়ে যাওয়ার সুযোগ ছিল, তেমনি তাদের সামনে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়েরও হাতছানি ছিল। এমন সমীকরণ মাথায় নিয়ে আগে ব্যাট করতে নেমে কিউই স্পিনারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে গ্লেন ফিলিপসের সুবাদে রান তোলে ১৮০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ১৪৪, কিউইদের লিড ৮ রান বাদ দিয়ে লক্ষ্য দাঁড়ায় ১৩৭।
আরও পড়ুন
এর ভেতরও নিজেদের চেনা পিচের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নেওয়ার পথে ছিল বাংলাদেশ। কিন্তু এবারও মাত্র ১ রানে থাকাবস্থায় ক্যাচ ফসকে ফিলিপসকে দ্বিতীয় জীবন দেওয়া হয়। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যানই গলার কাঁটা হয়ে ওঠে শান্ত-মিরাজদের। ৬৯ রানে কিউইরা ৬ উইকেট হারালেও, বাকি পথ মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে সহজেই পেরিয়ে যান ফিলিপস। সিরিজ হার এড়িয়ে তারা বাংলাদেশের সঙ্গে ট্রফি ভাগাভাগি করে নেয়।
এমন জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে ওঠে এসেছে কিউইরা। দুটি টেস্টে জয় নিয়ে এখনও শীর্ষে আছে পাকিস্তান। তাদের পয়েন্ট ২৪। দুই টেস্টে একটি করে জয় ও ড্র নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। তালিকায় পাঁচ থেকে আটে যথাক্রমে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
— ICC (@ICC) December 10, 2023
এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি চক্র সম্পন্ন হয়েছে। প্রথম আসরে নিউজিল্যান্ড এবং সর্বশেষ চক্রের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দু’বারই ভারত ফাইনালে হেরেছে। ২০১৯ সাল থেকে শুরু হওয়া আইসিসির এই প্রতিযোগিতার তৃতীয় চক্র চলছে এখন। সব মিলিয়ে ৯ দলের মধ্যে ৬৯টি ম্যাচ শেষে ঠিক হবে বিজয়ীর নাম। এই দৌড় শেষ হবে ২০২৫ সালের জুনে। এরপর টেবিলের এক আর দুইয়ে থাকা দল খেলবে ফাইনাল। তাদের মধ্যে জয়ী দল হবে টেস্ট চ্যাম্পিয়ন।
এএইচএস