চাপ কমাতে বাবরকে যে পরামর্শ আকরাম-গম্ভীরের
সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের। সর্বশেষ বিশ্বকাপ আসরে দলের বাজে পারফরম্যান্সের কারণে তাকে তিন ফরম্যাটেই পাকিস্তানের নেতৃত্ব ছাড়তে হয়েছে। ফলে এখন থেকে কেবল পুরোদস্তুর ব্যাটসম্যান হিসেবে দেখা যাবে বাবরকে। তবে জাতীয় দলের বাইরেও আরও এক জায়গায় দলকে নেতৃত্ব দিতে দেখা যায় ২৯ বছর বয়সী এই তারকা ক্রিকেটারকে। আর সেটি হচ্ছে স্বদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল। নিজের চাপ কমানোর জন্য বাবরকে এবার সেখান থেকে অধিনায়কত্ব ছাড়তে বলেছেন স্বদেশি কিংবদন্তি ওয়াসিম আকরাম ও সাবেক ভারতীয় অধিনায়ক গৌতম গম্ভীর।
তাদের দৃষ্টিতে অধিনায়কত্বের ভার যেকোনো ক্রিকেটারের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। তাই তো সম্প্রতি স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া মন্তব্যে ওয়াসিম আকরাম বাবরকে কেবল ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। আকরামের মতে— একজন তারকা ক্রিকেটারের উচিৎ তার খেলায় মনোযোগ দেওয়া, রান করা এবং খেলাটাকে পুরোপুরি উপভোগ করা।
আকরাম বলেছেন, ‘কয়েক বছর আগে আমি বাবরকে লিগের নেতৃত্ব ছেড়ে দিতে বলেছিলাম। তুমি বড় প্লেয়ার। অর্থ নাও, খেলো, রান করো, এরপর বাড়ি যাও। এরপর আবার কোনো ইভেন্টে খেলতে যাও। পাকিস্তানের নেতৃত্ব ঠিক আছে। কিন্তু লিগের নেতৃত্ব কোনো কারণ ছাড়াই চাপ বাড়ায়।’
আরও পড়ুন
পাকিস্তানি এই সাবেক তারকার মতো প্রায় একই সুর গম্ভীরের কণ্ঠেও, ‘আমার মনে হয় আপনারা এখন বাবর আজমের সেরাটা দেখতে পারবেন। বিশ্বকাপের আগেও আমি এই কথা বলেছিলাম। কিন্তু নেতৃত্বের কারণে ও বিশ্বকাপে ভালো করতে পারেনি। আমি বলেছিলাম সে টুর্নামেন্টে কেবল ব্যাটিং চালিয়ে যেতে পারে, কিন্তু ক্যাপ্টেন্সি তাকে ডাউন করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘যখন তুমি বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করেছ, তখন দলও ভালো করতে পারেনি। যা তোমার ওপরও বাড়তি চাপ তৈরি করেছে। এখন আমরা সঠিক বাবরকে দেখতে পাব, যা আগে দেখা যায়নি। আমি জানি না সে কি রেকর্ড গড়বে, তবে তার আসল সামর্থ্য এখন দেখা যাবে। পিএসএল জিতলে বাবর আজমের জন্য সেটা কিছুই না। সত্যি কথা, ওর অনেক গুণ আছে। ও চাইলে পাকিস্তানের সেরা হতে পারে। ওর বয়সটা এখন ২৭-২৮। অধিনায়কত্বের চাপ না থাকলেও আরও ১০ বছর ওর সামনে পড়ে আছে।’
পিএসএলের আগের আসরে বাবরকে পেশোয়ার জালমির নেতৃত্ব দিতে দেখা গেছে। আগামী আসর বসবে ফেব্রুয়ারি-মার্চে। সেখানেও তিনি নেতৃত্ব দেবেন, নাকি আকরাম-গম্ভীরের পরামর্শ মেনে কেবল ব্যাটিংয়ে মনোযোগ দেবেন– সেটা সময়ই বলে দেবে।
এএইচএস