নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে কিউইদের থেকে ৩০ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। মিরপুরের উইকেটের যা অবস্থা তাতে ম্যাচে দুই দলই ভালোভাবেই আছে বলা যায়।
এখান থেকে বাংলাদেশ যদি দুইশোর্ধ্ব রানের লক্ষ্যমাত্রা দিতে পারে কিউইদের তাহলে স্বাগতিকরা চালকের আসনে থাকবে বলে মনে করেন নাঈম হাসান। এই স্পিনার তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বলেন, 'আমার মনে হয় আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারি আমাদের জন্য ভালো। ২০০-২২০ রান করতে পারলে ইনশাল্লাহ আমরা ডিফেন্ড করতে পারবো।’
ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশকেই এগিয়ে রাখছেন নাঈম, ‘না, আমরা যদি ভালো ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে পারবো। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করবো, যত ভালো ব্যাটিং করবো তত ভালো হবে।’
এদিকে শর্ট শ্লিপে দারুণ কিছু ক্যাচ নিয়েছেন দিপু। তার ফিল্ডিংয়ের প্রশংসা করে নাঈম বলেন, 'দিপু খুব ভালো। খুব ভালো ফিল্ডার। জাতীয় লিগেও আমার বলে অনেক ক্যাচ ধরেছে। সে সিলির জন্য আলাদাভাবে প্রস্তুতি নেয়। স্লিপ ফিল্ডাররা যেমন নেয়, সেও নেয়।'
লম্বা সময় পর এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন নাঈম। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ ভালো। দলের বাইরে থাকার সময় আমার কাজ ছিল ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রেখে পরিশ্রম করা। ওটা করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ।'
এসএইচ/এইচজেএস