নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের ইতিহাস
উপমহাদেশের প্রথম কোনো দল হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছে পাকিস্তান। পরপর দুই ম্যাচ জিতে তারা সিরিজ জয়েরও ইতিহাস গড়েছে। অথচ নিদা দারের দলটি কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই ফরম্যাটেই সিরিজ হেরেছিল। কিউইদের মাটিতে গিয়ে নিদা-বিসমাহরা সেই হারের ক্ষত ভুলে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় তুলে নেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) পাকিস্তান জিতেছে ১০ রানে।
আগে ব্যাট করা পাকিস্তান এদিন নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে। ওপেনার মুনিবা আলীর ২৮ বলের ৩৫ রানের পর ২২ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন আলিয়া রিয়াজ। জবাবে কিউইরা ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ১২৭ রান। মূলত তাদের তীরে গিয়ে তরী ডুবানোয় বড় ভূমিকা রেখেছেন পাকিস্তানের মিডিয়াম পেসার ফাতিমা সানা। প্রথম ম্যাচের পর এদিনও তিনি ৩ উইকেট নিয়েছেন।
সিরিজ বাঁচানোর মিশনে কিউই মেয়েরা দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে বোলিংয়ে বেশ নিয়ন্ত্রণ ধরে রাখলেও ব্যাটিং বিপর্যয় দেখেছে শুরুতে। রান তাড়ায় ১৬.১ ওভারে ৮৯ রান তুলতেই তারা ৬ উইকেট হারায়। তবে অষ্টম উইকেট জুটিতে ২১ বলে ৩৭ রানের জুটি গড়েন লিয়া তাহুহু ও হানা রো। শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৩৩ রান। এই জুটি ১৯তম ওভারে ১৫ রান নিলে শেষ ওভারে তাদের দরকার ছিল ১৮ রান। তবে ফাতিমার করা সেই ওভার থেকে ওঠে ৭ রান। ২২ বলে ৩২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন আলিয়া।
— ICC (@ICC) December 5, 2023
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি মিলিয়ে ৮ ওভার বল করে ৪০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ফাতিমা। সিরিজ জয়ের পর টুইট করে এই পেসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের বিপক্ষে আমাদের প্রথম সিরিজ জয়। পুরো দল ও সমর্থকদের অভিনন্দন, শাবাশ।’
আরও পড়ুন
তবে এমন ম্যাচ জয়ে দলীয়ভাবে পারফর্ম করেছে পাকিস্তান। ফাতিমা ৩ উইকেট খরচায় দেন মাত্র ২২ রান। বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবালও ২ উইকেট নিয়েছেন। পাকিস্তান অধিনায়ক নিদা দার চোট নিয়েও ৪ ওভার বল করে ২০ রানে নেন ১ উইকেট। এরই মধ্যে অস্ট্রেলিয়ার মেগান শাটের সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে যৌথভাবে শীর্ষ উইকেট সংগ্রাহকও বনে গেলেন নিদা দার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তারা ১৩০টি করে উইকেট শিকার করেছেন।
— Pakistan Cricket (@TheRealPCB) December 5, 2023
দেশের বাইরে গত পাঁচ বছর সিরিজে জয়হীন ছিল পাকিস্তানের মেয়েরা। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে তারা প্রতিপক্ষের মাঠে সিরিজ জিতেছিল। এশিয়া ও আয়ারল্যান্ডের বাইরে পাকিস্তানি মেয়েদের প্রথম সিরিজ জয় এটিই। যদিও পাকিস্তান-কিউইদের সামনে টি-টোয়েন্টি সিরিজের আরও এক ম্যাচ বাকি। ইতিহাস গড়া এই পাকিস্তান দলই গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হেরেছিল।
এএইচএস