মিরপুরেও স্পিন যুদ্ধের আভাস সাউদির
ইতিহাস গড়া জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাদের সামনে আগামীকাল (বুধবার) থেকে হোম অব ক্রিকেট মিরপুরের পরীক্ষায় বসার পালা। প্রথম টেস্টে সিলেটের উইকেট পুরোদমে স্পিনস্বর্গ না হলেও সেখানে ছিল স্পিনারদের দাপট। দু’দলের ঘূর্ণি বোলাররাই ম্যাচে বারবার ব্রেকথ্রু এনে দিয়েছিলেন। এবার দ্বিতীয় টেস্টেও স্পিন যুদ্ধ দেখছেন কিউই অধিনায়ক টিম সাউদি।
আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদ সম্মেলনে সাউদি বলেন, ‘আপনি যখন পৃথিবীর এই প্রান্তে আসবেন, তখন আশা করবেন স্পিনাররা এখানে বড় ভূমিকা পালন করবে। আমরা প্রথম টেস্টে যেমনটা দেখেছি এবং আমরা আশা করছি দ্বিতীয় টেস্টেও একইরকম হবে। সব মিলিয়ে আমার মনে হয় প্রথম টেস্টে কাইল (জেমিসন) অনেক সুযোগ তৈরি করেছিল। তাই আমরা ভালো কিছুর আশা করছি এবং এমনকি এই কন্ডিশনেও সে ভয়ঙ্কর হতে পারে। পৃথিবীর এই প্রান্তে সব সময়ই স্পিন যুদ্ধ হয় এবং আমরা এটাই আশা করছি।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘প্রথম ম্যাচের পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক। কিন্তু এখানে ভালো ক্রিকেট খেলার সুযোগ আছে। ভিন্ন ধরনের উইকেটে খেলা হবে। এর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং সেরা সুযোগ কাজে লাগাতে হবে আমাদের। আমরা এর জন্য উদগ্রীব। এখানে খেলতে আসা সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা সামনের পাঁচদিনের দিকে তাকাতে চাই।’
স্পিননির্ভর মিরপুরে পিচে লেগ-স্পিনার ইশ সোধির ভূমিকা কেমন হতে পারে— এমন প্রশ্নে সাউদি বলেন, ‘টেস্টে সে ভালো করেছে এবং ওয়ানডেতেও তার সাফল্য আছে। কিন্তু আমরা বোলিং গ্রুপ হিসেবে প্রথম টেস্টের চেয়ে ভালো পারফরম্যান্স করতে চাই এবং চাপ তৈরি করতে চাই। আমরা জানি এখানে স্পিন বড় ভূমিকা রাখে, আমার মনে হয় আমাদের আরও দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে।’
এসএইচ/এএইচএস