ঋতুর স্মরণীয়, সাবিনার সবচেয়ে ‘বাজে’ ম্যাচ
বাংলাদেশ ৮-০ গোলে সফরকারী সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে। ঋতুপর্ণা চাকমা নিজে জোড়া গোল করেছেন। আবার জোড়া গোলের যোগনাদাতাও। আজকের দিনের নায়িকা এই রাঙামাটির মেয়ে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়কের সঙ্গে এসেছিলেন ঋতুপর্ণা চাকমাও। আজকের ম্যাচকে তার ক্যারিয়ারের স্মরণীয় হিসেবে উল্লেখ করে বলেন, ‘জাতীয় দলের হয়ে এর আগেও গোল করেছি। তবে কখনো দুই গোল ছিল না। আজ জোড়া গোল করেছি এবং ম্যাচ জিতেছে। আমার ক্যারিয়ার অন্যতম স্মরণীয় ম্যাচ।’
তহুরা ও ঋতু দুইজনই জোড়া গোল করেছেন। তহুরা এই ম্যাচে তৃতীয়বারের মতো জালে বল পাঠালেও অফসাইডে গোল বাতিল হয়। ঋতু নিজে দুই গোল করেছেন আবার করিয়েছেনও দু’টি। নিজের হ্যাটট্রিক না হলেও আফসোস নেই তার,‘হ্যাটট্রিক হয়নি, এতে আমার কোনো দুঃখ নেই।’ ঋতুপর্ণা চাকমা জাতীয় দলে সাধারণত বদলি হিসেবে খেলেন। সিঙ্গাপুরের বিপক্ষ দুই ম্যাচেই একাদশে খেলেন। এর ধারাবাহিকতা রাখতে চান,‘ভালো পারফরম্যান্স করলে কোচ অবশ্যই একাদশে রাখবেন।’
নারী ফুটবলে বয়সভিত্তিক পর্যায়ে দশের অধিক গোল দেওয়ার রেকর্ড রয়েছে। সিনিয়র দল ভুটানকে সর্বোচ্চ ৯-০ ব্যবধানে হারিয়েছিল। ৮ গোলের ব্যবধানে জয় রয়েছে একাধিক। র্যাংকিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়েও অধিনায়ক সাবিনা খাতুন অতৃপ্ত, ‘আজ আমি অনেক বাজে মিস করেছি। আমার ক্যারিয়ারে সবচেয়ে বাজে মিসের ম্যাচ।’ সাবিনা নিজে এক গোল করলেও আজ অনেক গোল মিস করেন।
এজেড/এফআই