পুলিশকে হারিয়ে সেমিতে রহমতগঞ্জ
বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ (রোববার) স্বাধীনতা কাপের প্রথম কোয়ার্টার-ফাইনালে পুলিশকে ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। রহমতগঞ্জের জয়ের নায়ক ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি।
ম্যাচের তিন গোলই হয়েছে প্রথমার্ধে। এক গোল দিয়ে দুই গোল হজম করেছে পুলিশ। ২২ মিনিটে এদুয়ার্দ মোরিও বক্সে ফাউলের শিকার হলে তারা পেনাল্টি পায়। সেখান থেকে ইবারগেন গার্সিয়া স্পট কিকে গোল করেন।
এরপরই তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন ঘানার এই ফরোয়ার্ড স্যামুয়েল। ২৮ মিনিটে বক্সের ভেতর থেকে ভলিতে রহমতগঞ্জকে তিনি সমতায় ফেরান। ৩১ মিনিটে সুশান্ত ত্রিপুরার ফ্রি কিকে ইসকান্দার সিদ্দিক জনোভের হেডের পর নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন স্যামুয়েল।
প্রথমার্ধের তিন গোলের পর দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। পুলিশ সমতা আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ফলে পুরান ঢাকার ক্লাবটি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেল। আজ একই ভেন্যুতে আবাহনী শেখ জামালের মুখোমুখি হচ্ছে।
এজেড/এএইচএস