হাথুরুর চাওয়াতেই কি দলে সৌম্য, জানালেন নান্নু
গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আচমকাই বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। এরপর দুই ম্যাচ খেলে ব্যর্থ হওয়ার পর আবারও দল থেকে বাদ পড়েন। এরপর থেকেই বাঁ-হাতি এই ব্যাটার জাতীয় দলে অনুপস্থিত। তবে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য সৌম্যকে ফের ডাকা হয়েছে।
গুঞ্জন রয়েছে— প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই নিউজিল্যান্ড সিরিজের জন্য ফেরানো হয়েছে সৌম্যকে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ঢাকা পোস্টকে জানিয়েছেন, বিষয়টা এরকম নয়।
এছাড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সৌম্যকে হঠাৎ দলে ফেরানোর ব্যাখা হিসেবে নান্নু বলছিলেন, ‘আমাদের সিলেকশন প্যানেলে সবকিছু মিলিয়ে আলোচনা করেই তাকে ফেরিয়েছে। আপনি পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন তার কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ভালো। ২০১৫ বিশ্বকাপে ভালো করেছে সে। ওখানে টেস্টে ওর সেঞ্চুরিও আছে।’
একইসঙ্গে সাকিব আল হাসান না থাকায় সৌম্যকে তার ভূমিকায় দেখা যেতে পারে বলেও ইঙ্গিত রয়েছে নান্নুর কথায়, ‘সৌম্যের বোলিং সামর্থ্যও বিবেচনা করা হয়েছে। এবারের জাতীয় লিগে সে ভালো বোলিং করেছে (৬ ম্যাচে ১৭ উইকেট), রানও (৬ ম্যাচে ৪৩৬) করেছে ভালো।’
আরও পড়ুন
ঘরের মাঠে বর্তমানে কিউইদের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর তারা অ্যাওয়ে সিরিজ খেলতে যাবে কেইন উইলিয়ামসনদের দেশে। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। দুই ফরম্যাটেই সৌম্যকে রাখা হয়েছে। যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
এসএইচ/এএইচএস