আঘাত পেয়ে মাঠ ছাড়লেন জাকির
পায়ে আঘাত পেয়ে উঠে গিয়েছেন জাকির হাসান। এরপর অবশ্য মাঠের বাইরে থেকে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন টাইগার এই ওপেনার। তবে চোটের সবশেষ খবর এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে খুব বড় কিছু হয়নি। শর্টে ফিল্ডিংয়ের সময় হেনরি নিকোলসের শট ঠেকাতে গিয়ে মূলত পায়ে আঘাত পান জাকির।
৩১০ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতে একেবারেই মন্দ শুরু করেনি বাংলাদেশ। সিলেটের স্পিনিং ট্র্যাকে এক পেসার নিয়ে এই টেস্ট খেলছে বাংলাদেশ। তাতে আপাতত ফলাফল আছে বাংলাদেশের পক্ষেই। দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ফিরে গিয়েছেন কিউইদের দুই ওপেনার ডেভন কনওয়ে এবং টম ল্যাথাম।
তবে এই স্বস্তির মাঝেও খানিক দুশ্চিন্তা যোগ করেছেন জাকির হাসান। ইনিংসের ২২তম এভারে হেনরি নিকোলসের সরাসরি তার পায়ে আঘাত করে। এরপর মাঠেই চলে খানিক চিকিৎসা। তবে অবস্থা সুবিধজনক না হওয়ায় উঠে যেতে হয় তাকে। এরপর অবশ্য মাঠ থেকেই বের হয়ে যেতে হয়েছে তাকে। তবে চোটের সবশেষ খবর এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে খুব বড় কিছু হয়নি।
এসএইচ/জেএ