‘আমি আইপিএলে খেলব, ভারতও খেলতে আসবে পাকিস্তানে’
রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে না খেলার ব্যাপারে অনড় ভারতীয় ক্রিকেট দল। এজন্য পাকিস্তানের মাটিতে পুরো এশিয়া কাপ টুর্নামেন্ট আয়োজন করা যায়নি, নতুন করে শঙ্কা তৈরি হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েও। একইভাবে পাকিস্তানি ক্রিকেটাররাও ভারতের আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএলে খেলার সুযোগ পান না। এই ধারা ভেঙে একদিন তারাও আইপিএল খেলবেন বলে প্রত্যাশা পাকিস্তানি পেসার হাসান আলির। একইসঙ্গে তিনি চান— ভারতও যেন তাদের মাটিতে খেলতে যায়।
স্বদেশি সংবাদমাধ্যম সামা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান নিজের এই প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেক ক্রিকেটারই আইপিএলে খেলতে চায় এবং আমারও ইচ্ছা একই। এটি বিশ্বের অন্যতম বড় লিগ এবং ভবিষ্যতে সুযোগ পেলে আমি সেখানে খেলব।’
২০০৮ সালে প্রথম আসর বসে ভারতীয় টুর্নামেন্ট আইপিএলের। সেই আসরে অংশ নিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররাও। ওই বছরই মুম্বাইয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ ওঠে। এরপর থেকে আইপিএল থেকে দেশটির ক্রিকেটারদের নিষিদ্ধ করে দেওয়া হয়। এবার সদ্য অনুষ্ঠিত বিশ্বকাপের সুবাদে দীর্ঘ সময় পর ভারতে খেলতে গিয়েছিলেন বাবর আজমরা। যার কল্যাণে সেখানেই নিজের শ্বশুরদের সঙ্গে দেখা হয়েছে হাসানের। দেশটির হরিয়ানা রাজ্যের সামিয়া আরজুকে বিয়ে করলেও, নানা সীমাবদ্ধতায় এর আগে তারা ভারতে যেতে পারেননি।
দুই দেশের মধ্যে এমন মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বিষয়টি মানতে পারছেন না হাসান, ‘এটি ঠিক নয়। ভারতের উচিৎ পাকিস্তানে খেলতে আসা। প্রতিটি দলই এখানে খেলেছে। নিউজিল্যান্ড এসেছিল, তারা নিরাপত্তা হুমকির কারণে ফিরে গিয়ে পরে আবার এসে খেলেছে পুরো সিরিজও। আমাদের সেরা নিরাপত্তা ব্যবস্থা আছে। ভারতের অবশ্যই এখানে আসা উচিৎ।’
আরও পড়ুন
২৯ বছর বয়সী এই পাকিস্তানি পেসার বিশ্বকাপের ৮ ম্যাচে ১০ উইকেট পেয়েছিলেন। বর্তমানে অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন টেস্ট সিরিজের জন্য দলের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন তিনি। ওই সাক্ষাৎকারে হাসান সরফরাজ আহমদকে নিজের দেখা সেরা পাক অধিনায়ক বলে মন্তব্য করেছেন, ‘আমি যাদের অধীনে খেলেছি সরফরাজ তাদের মধ্যে সেরা অধিনায়ক। আমরা তার থেকে অনেক কিছু শিখেছি। তার অধীনে আমাদের অনেক সাফল্যও এসেছে। তবে আমি এটি বলছি না যে বাবর ভালো ক্যাপ্টেন নয়। শাদাব খানের অধীনেও পিএসএলে ইসলামাবাদের হয়ে খেলেছি, সেও অনেক ভালো অধিনায়ক। আমাকে যদি যেকোনো একজনকে বেছে নিতে বলা হয় আমি সাইফি (সরফরাজ) ভাইকে নেব।’
এএইচএস