হার্দিকের আগমনে মুম্বাই ইন্ডিয়ান্স সংসারে অশান্তি!
অনেক নাটকীয়তা শেষে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। এরপর থেকে তার কাঁধেই দলটির নেতৃত্বভার উঠছে বলে জোর আলোচনা শুরু হয়। আর তেমনটা হলে মুম্বাইয়ে দীর্ঘদিনের কর্তৃত্ব শেষ হবে রোহিত শর্মার। ভারত জাতীয় দলের এই কাপ্তানের অধীনে মুম্বাইয়ে সুখের সংসার ছিল বলা চলে! কিন্তু হার্দিকের আগমনের পর থেকে সেটা আর অক্ষুণ্ন থাকবে না বলে ধারণা করা হচ্ছে।
হার্দিককে দলে নেওয়ার পেছনে কেবল অলরাউন্ডারের প্রয়োজনীয়তাকেই একমাত্র কারণ হিসেবে দেখতে রাজি নন অনেকে। কারণ আইপিএলে গত আসর থেকে ‘ইমপ্যাক্ট প্লেয়ারে’র একটি নতুন নিয়ম এসেছে। যার কারণে ফ্র্যাঞ্চাইজি আসরটিতে কমেছে অলরাউন্ডারদের প্রয়োজয়ীয়তা। দুই ইনিংসে খেলোয়াড় বদলি করার সুযোগ বোলিংয়ের সময় বাড়তি বোলার এবং ব্যাটিং চলাকালে বাড়তি ব্যাটসম্যান নেওয়ার পথ খুলে দিয়েছে। সে হিসেবে অলরাউন্ডার হওয়ার সুবাদে নয় বরং রোহিতের পরে হার্দিক পান্ডিয়ার হাতেই যে মুম্বাইয়ের নেতৃত্ব উঠতে চলেছে সেটা অনুমান করা যায়।
অন্যদিকে, এতদিন পর্যন্ত রোহিত পরবর্তী সময়ে মুম্বাইকে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন বুমরাহ। হার্দিকের আগমনে তাই বুমরাহর সেই স্বপ্ন ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টা মোটেও ভালোভাবে নিতে রাজি নন বুমরাহ। সাম্প্রতিক সময়ে তার সামাজিক যোগাযোগমাধ্যমের রহস্যজনক পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। এরকম একাধিক ইনস্টাগ্রাম স্টোরিতে বুমরাহ রহস্য তৈরি করেছেন।
বিশ্বকাপের ফাইনালে হারের পর অনেকটা নীরব ছিলেন বুমরাহ। তার হঠাৎ নীরবতা ভাঙার কারণ হিসেবে অনেকে দেখছেন দলবদলের হাওয়াকে। মুম্বাই ইন্ডিয়ান্সের সংসারে চিড় ধরার বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় বুমরাহ’র আরেকটি কাজে। ফ্র্যাঞ্চাইজিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে হঠাৎই বুমরাহ আনফলো করে দিয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
আরও পড়ুন
উল্লেখ্য, ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেই প্রথমবার আইপিএলে মাঠে নামেন হার্দিক পান্ডিয়া। ২০২১ সাল পর্যন্ত টানা ৭টি মৌসুমে তিনি মুম্বাইয়ের নির্ভরযোগ্য তারকা ছিলেন। পরে ২০২২ সালে মুম্বাই ছেড়ে গুজরাট টাইটান্সে যোগ দেন হার্দিক। সেখানে তার নেতৃত্বে পরপর দুই মৌসুমেই গুজরাট ফাইনালে ওঠে, তার মধ্যে প্রথম আসরে হার্দিক দলকে শিরোপা এনে দেন। তবুও আগামী ২০২৪ আইপিএলে ফের তাকে দেখা যাবে ঘরের ক্লাব মুম্বাইয়ে। তাকে দলে নেওয়ার জন্যই মুম্বাই ক্যামেরন গ্রিনের মতো তারকাকে ছেড়ে দিয়েছে। গ্রিনকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বিক্রি করে তারা পান্ডিয়াকে দলে নেওয়ার অর্থ জোগাড় করে।
ডিসক্লেইমার
বুম বিডি সংবাদের তথ্য ‘ভুল’ হিসেবে চিহ্নিত করার সাথে সাথে ঢাকা পোস্ট টিম সংবাদের তথ্য আবারো যাচাই করে এবং সংবাদটি আপডেট করেছে।
এএইচএস