আগামী আসরেও থাকছেন ধোনি, যাদের ছেড়ে দিলো চেন্নাই
বিশ্বকাপের পর আইপিএল ঘিরে উত্তাপ বাড়ছে। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে আগামী সংস্করণের আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে আজ (২৬ নভেম্বর) ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দিন।
জানা গেছে, আসন্ন মৌসুমের আগে ৮ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দিয়েছে বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, আম্বাতি রাইড়ু, সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ভগত বর্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিংকে। আরও একটি বিষয় নিশ্চিত হয়ে গেল, আসন্ন আইপিএলেও দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।
আরও পড়ুন
আসন্ন আইপিএল থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ‘ওয়ার্কলোড’ ও ‘ফিটনেস’-এ নজর দিতেই মূলত সরে দাঁড়ান তারকা এই ক্রিকেটার।
এদিকে, আসন্ন আসরের নিলামের আগে মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লি। যেখানে ৪ জন বিদেশি ও ৭ জন দেশি ক্রিকেটার। আর তাদের ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা ১৬ জন। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৪ জন ও দেশি ১২ জন।
এ ছাড়া ১২ জনকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ তালিকায় আছেন, টিম সাউদি, উমেশ যাদব, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, নারায়ণ জগদিসান, ডেভিড ভিসে, আর্য দেশাই, লিটন দাস, জনসন চার্লস ও সাকিব আল হাসান।
এফআই