‘জঘন্য খেললাম’, ৪ গোল খেয়ে পচেত্তিনো
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার চেলসিকে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল। প্রতিপক্ষের মাঠ সেন্ট জেমস পার্কে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা চেলসির। শিষ্যদের এমন কাণ্ডে ভীষণ ক্ষুব্ধ মাওরিসিও পচেত্তিনো।
শুরুতে পিছিয়ে পড়লেও প্রথমার্ধেই রাহিম স্টার্লিং দলকে সমতায় ফেরান। কিন্তু এরপর য়ারো তিন গোল হজম করেছে তারা। ছন্নছাড়া চেলসি যেন ফুটবলটাই ভুলতে বসেছিল। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচ শেষে পচেত্তিনো বলেন, 'দেখাতে পারিনি, গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলছি আমরা। এমনকি নিউক্যাসলও দুর্দান্ত ছিল না, চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতির জন্য তারা সহজ জয় পেয়েছে। নিউক্যাসলের জন্য খেলা, জেতা এবং আমাদের হারানো-কাজগুলো কঠিন করে তোলা আমাদের উচিত ছিল।'
'কিন্তু আমরা আসলেই অয়েসীভাবে গোলগুলো হজম করলাম এবং প্রতিটি চ্যালেঞ্জে নমণীয় ছিলাম। এ বিষয়গুলোই আমাকে ক্ষুব্ধ এবং হতাশ করেছে। আমরা তরুণ দল, আমাদের শিখতে হবে- এগুলো নিয়ে কথা বলি, কিন্তু এই ধরনের পারফরম্যান্স আমাকে ভীষণ, ভীষণ, ভীষণ, ভীষণ, ভীষণ ক্ষুব্ধ করে। কেননা, এটা ব্যক্তিত্ব এবং দৃঢ়তা দেখানোর বিষয়।'-আরো যোগ করেন তিনি।
এইচজেএস