বিপিএল দিয়েই মাঠে ফিরবেন তামিম!
চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। এরপর আর টাইগার ওপেনারকে লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি। নানা নাটকীয়কতায় শেষ পর্যন্ত ছিলেন না বিশ্বকাপ দলেও। পরবর্তীতে ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নেন তামিম। এরপর জানা যায়– নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটের অ্যাওয়ে সিরিজেও তিনি থাকছেন না। ফলে তামিম কবে নাগাদ আবার মাঠে ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়!
ধারণা করা হচ্ছে ২০২৪ সালের বিপিএল দিয়েই ২২ গজে আবারও প্রত্যাবর্তন করবেন তামিম। বিপিএলে তার দল ফরচুন বরিশালও তাকে দলে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। আগামী বছরের ফেব্রুয়ারিতে পরবর্তী বিপিএল আসর শুরুর কথা রয়েছে।
এদিকে, দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তামিম। যদিও সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’
আরও পড়ুন
এর আগে গত শনিবার বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস তামিমের বিষয়ে বলেন, ‘সে বলেছে ২২ নভেম্বর দেশে এসে আমাদের কমিটির সঙ্গে বসবে। তারপর তার সঙ্গে কথা বলে পরবর্তী অবস্থা বুঝতে পারব।’
তামিম কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হয়েও সিরিজ মিস দিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘এজন্য আগে তার সঙ্গে আমাদের বসতে হবে। তার কথা জানতে হবে। সে আমাদের বলেছে এখন ব্যাটে-বলে নেই। আগে সে ফিরে আসুক (দেশে), এরপর তার সঙ্গে আলাপ করলে বোঝা যাবে।’
আরও পড়ুন
তামিম এবং বিসিবির যে সভা হওয়ার কথা ছিল গেল ২২ নভেম্বরে। সেটি এতদিন পেরিয়ে গেলেও হয়নি। তবে জানা গেছে, আজ (রোববার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসবেন তামিম। সেখানেই নির্ধারণ হবে তামিমের পরবর্তী পদক্ষেপ।
এসএইচ/এএইচএস