কেবল পাগলরাই রিয়াল ছাড়তে পারে, আনচেলত্তিকে মরিনহো
অনেক আশা নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করছে ব্রাজিল। সে কারণে গত কাতার বিশ্বকাপের পর থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখনও কোনো স্থায়ী কোচ নিয়োগ দেয়নি। আগামী কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে আনচেলত্তি নেইমার জুনিয়রদের কোচ হিসেবে যোগ দেবেন বলে জানিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এই কিংবদন্তি কোচও তাতে সায় দিয়েছেন বলে খবর সংবাদমাধ্যমের। সে বিষয়টি হঠাৎ করে আলোচনায় এসেছে রিয়ালের সাবেক কোচ জোসে মরিনহোর এক মন্তব্যে। তিনি বলেছেন, ‘কেবল পাগল ব্যক্তিই রিয়াল মাদ্রিদ ছাড়তে পারে!’
একইসঙ্গে বর্তমানের এই রোমার কোচ আনচেলত্তিকে রিয়ালে থেকে যাওয়ার আহবান জানিয়েছেন। আগামী ২০২৪ সালের জুলাইয়ে কোপা আমেরিকার আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। সেখানেই ব্রাজিল দলের সঙ্গে আনচেলত্তি যোগ দেবেন বলে আশা সিবিএফের। যদিও এখনও দু’পক্ষের মাঝে এ নিয়ে কোনো লিখিত চুক্তি হয়নি।
আরও পড়ুন
এরই মধ্যে ইতালিয়ান আউটলেট ‘টিজিওয়ানে’র কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘আমি মনে করি কেবলমাত্র পাগলই রিয়াল মাদ্রিদ ছাড়তে পারে, যখন সে এখনও সেখানে থাকতে চায়। আমি নিশ্চিত ছিলাম যে ফ্লোরেন্তিনো পেরেজের (রিয়ালের সভাপতি) সঙ্গে কার্লোর (আনচেলত্তি) প্রথম চুক্তি স্বাক্ষরের পর থেকে সে রিয়ালেই থাকবে। কারণ সে রিয়ালের জন্য পারফেক্ট এবং রিয়ালও তার জন্য পারফেক্ট। আমি আশা করি কার্লো তার সিদ্ধান্ত আবারও বিবেচনা করবে এবং পেরেজও তাকে থেকে যেতে বলবে।’
— Fabrizio Romano (@FabrizioRomano) November 22, 2023
রিয়াল ছাড়ার কারণে নিজেকে পাগল বলে উল্লেখ করেন মরিনহো। তার ওপর পেরেজের সমর্থন থাকা সত্ত্বেও তিনি রিয়াল ছেড়ে গিয়েছিলেন। চলতি মৌসুম শেষেই ইতালির সিরি-আ’র ক্লাব রোমার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মরিনহোর। সে কারণে সৌদি আরবের কোচিং করানোর ইচ্ছার কথাও জানিয়েছেন এই পর্তুগিজ কোচ।
নিজের ভবিষ্যৎ নিয়ে মরিনহো জানান, ‘আমি কি রোমায় থাকব? জানি না। রোমার মালিক ড্যান ফ্রাইডকিনের সঙ্গে ভবিষ্যতের চেয়ে কেবল চলতি বছর নিয়েই বেশি কথা হয়েছে। সত্যি কথা বলতে আমার মনে হয় একদিন আমি সেখানে যাব (সৌদি আরব)। কিন্তু আমি যখন বলছি ‘‘একদিন’’, তার মানে সেটি আজ কিংবা আগামীকাল না-ও হতে পারে।’
আরও পড়ুন
চলতি মৌসুমেও সৌদি আরবের ক্লাবে বড় অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন এই পর্তুগিজ কোচ। সম্ভাব্য সব শিরোপা জেতা এই কিংবদন্তি কোচ এর আগে মিশরের টিভি চ্যানেলের সঙ্গে জানিয়েছিলেন, সৌদি এমবিসি গ্রুপের মালিকানাধীন দলের সঙ্গে তার কাজের আগ্রহ রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে কোনো এক সময় তার কোচ হওয়ার সম্ভাবনাও ব্যক্ত করেন ওই সময়।
এএইচএস