বাংলাদেশের বিপক্ষেও নিজের বোলিংয়ে আস্থা ফিলিপসের
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশে। আগামী ২৮ নভেম্বর সিলেটে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। আসন্ন সিরিজে কিউই শিবিরে রয়েছে স্পিনারদের ছড়াছড়ি। যেখানে লেগ স্পিনারের সঙ্গে রয়েছেন বাঁ-হাতি স্পিনারও। অবশ্য একমাত্র অফ-স্পিনার হিসেবে দলে রয়েছেন গ্লেন ফিলিপস। যদিও তার বেশি ভূমিকা থাকে ব্যাট হাতে।
আসন্ন টেস্ট সিরিজে নামার আগে অবশ্য তিনি বল হাতেও ভিন্ন কিছু করার কথা জানিয়েছেন। মূলত ব্যাটিং তারা শক্তির জায়গা হলেও বল হাতেও দলের হয়ে অবদান রাখতে চান ফিলিপস। আজ (বৃহস্পতিবার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন কিউই অলারাউন্ডার।
এ সময় ফিলিপস বলেন, ‘দলে এখন আমি একমাত্র অফ-স্পিনার। তাই এখানে অন্য ছেলেরা যেভাবে বল ঘোরাবে, আমি এর চেয়েও ভিন্ন কিছু করতে পারব। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটার আছে, আমি যদি এখানে আসি তাহলে অবশ্যই চাপ তৈরি করতে পারব। এমনকি ব্যাটের বাইরে বল রাখতে পারব, যা অন্যরা পারবে না। আমাকে যে ভূমিকাই পালন করতে দেওয়া হোক না কেন, আমি সেটাই পালন করতে প্রস্তুত এবং নিজের সেরাটা দেব।’
২০১৬ সালে প্রথমবার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে বাংলাদেশে এসেছিলেন ফিলিপস। এত বছর পর এসে সিলেটের সবুজ উইকেটে তিনি মুগ্ধ। ফিলিপস বলেন, ‘বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বার এলাম, ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসেছিলাম। এখানে শেষবার যেমন ছিল, অনেকটা এরকমই। আমরা যেমন ভেবে এসেছিলাম, উইকেট তার চেয়ে বেশি সবুজ (ঘাস আছে)। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে আরও চারদিন বাকি আছে। অনেক কিছুই বদলে যেতে পারে। আমরা সবকিছু মিলিয়ে প্রস্তুত প্রথম ম্যাচের জন্য।’
আরও পড়ুন
আগামী ২৮ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টটি ঢাকার মিরপুর হোম অব ক্রিকেটে শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। ম্যাচটি খেলতে গতকাল বাংলাদেশ দলও সিলেটে পা রেখেছে। সাকিব আল হাসান ও লিটন দাসের উপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
এসএইচ/এএইচএস