পাকিস্তানি স্পিনারদের নিয়ে নতুন পরিকল্পনা আজমলের
বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ব্যাপক পরিবর্তন এসেছে। অধিনায়কত্ব, কোচিং প্যানেল কিংবা নির্বাচক প্যানেল সব জায়গায়ই পরিবর্তনের হাওয়া লেগেছে। তারই ধারাবাহিকতায় স্পিন বোলিং কোচের দায়িত্বে এসেছেন সাঈদ আজমল।
সদ্য দায়িত্ব নেওয়া এই কোচ জানিয়েছেন, নিজের সেরাটা দিয়ে দলের সঙ্গে কাজ করবেন। বিশেষ করে স্পিনারদের উন্নয়নে কাজ করতে চান তিনি। তবে ফলাফল পেতে তাকে কিছুটা সময় দিতে হবে।
তিনি বলেন, 'আমি চেষ্টা করব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রত্যাশা পূরণের। কঠোর পরিশ্রম করতে চাই এবং আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। কিন্তু এটা সময়সাপেক্ষ ব্যাপার। অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্পিনারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই কম।'
আগামী মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। এই দুই দেশের উইকেটই পেস বান্ধব। ফলে পাকিস্তানি স্পিনারদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন আজমল। তবে নোমান আলী ও আবরার আহমেদের মতো প্রতিভাবানদের নিয়ে আশাবাদী তিনি।
পাকিস্তানের স্পিন বোলিং কোচ বলেন, 'নোমান আলী ও আবরার আহমেদকে অস্ট্রেলিয়ার সফরের জন্য বেঁছে নেয়া হয়েছে এবং তারা ঘরোয়া ক্রিকেটেও দারুণ পারফরম্যান্স করেছে। আমি তাদের নিয়ে আশাবাদী।'
এইচজেএস