বিশ্বকাপ জিতে কোচ কাইফকে ওয়ার্নারের খোঁচা
ভারতের মাটিতেই ভারতকে স্তব্ধ করে নিজেদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। টানা দুই হারে টুর্নামেন্ট শুরু করা দলটিই শেষে এসে হলো অপ্রতিরোধ্য। টানা ৮ ম্যাচ জিতে চলে যায় ফাইনালে। আর সেখানে উড়ন্ত ফর্মে থাকা ভারতকে মাটিতে নামিয়ে আনে প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নাররা। বিশ্বকাপের ফাইনালে ভারতের এমন অপ্রত্যাশিত হার মেনে নিতে পারেননি অনেকেই।
যে তালিকায় ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও। ভারতই কাগজে কলমে বিশ্বকাপের সেরা দল হিসেবে মন্তব্য করেছিলেন তিনি। কাইফের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই ভালো লাগেনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের। আইপিএলে কাইফ তার কোচ, তাতে যেন কেয়ারই করলেন না ওয়ার্নার। টুইটারে সরাসরি কাইফকে খোঁচা দিয়ে বললেন, ‘এ কারণেই এটা ফাইনাল।’
— David Warner (@davidwarner31) November 22, 2023
বিশ্বকাপ শেষে নিজের মতামত জানাতে গিয়ে কাইফ বলেছিলেন, ‘সেরা দলটিই বিশ্বকাপ জিতেছে এটা আমি কখনোই মেনে নিবো না। ভারতই কাগজে-কলমে বিশ্বকাপের সেরা দল।’ তার এমন কথা শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘আমি এমকেকে (মোহাম্মদ কাইফ) পছন্দ করি। কিন্তু ব্যাপারটি হচ্ছে, কাগজে কী থাকল, সেটি ব্যাপার নয়।’
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সুবাদে ওয়ার্নারের কোচ কাইফ। বিশ্বকাপ শেষে নিজের কোচের মন্তব্যই যেন সইলো না তার। ফাইনালের ইস্যু টেনে বলেছেন, ‘দিন শেষে কাজের সময় আপনাকে পারফর্ম করতে হবে। এ কারণেই এটিকে ফাইনাল বলা হয়। ওই দিনের ওপরই সব নির্ভর করছে, আর ফল যেকোনো দিকেই যেতে পারে। এটিই খেলা।’
শেষে অবশ্য কিছুটা হুমকি দিয়েই ওয়ার্নার লিখেছেন, ‘২০২৭, আমরা আসছি।’ যদিও আগামী বিশ্বকাপে ৩৭ বছর ওয়ার্নারকে দেখা যাবে এমন সম্ভাবনা খুবই কম।
এরইমাঝে ওয়ার্নার ঘোষণা দিয়েছেন, আগামী মাসে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে টেস্ট থেকে অবসরে যাবেন। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিদায় বলবেন ২০ ওভারের ক্রিকেটকেও। তবে ওয়ানডের ব্যাপারে এখনো কিছু জানাননি এই ক্রিকেটার।
জেএ