ঢাকা ত্যাগের আগে যা বললেন সোহান
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ (মঙ্গলবার) সিলেটের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। আর এই সিরিজ দিয়ে আবারও টাইগারদের টেস্ট দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। দীর্ঘদিন পর সাদা পোশাকের জার্সিতে ফিরে ভালো করার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
বিমান বন্দরে সোহান জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, এটি অবশ্যই চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হয় যদি সবাই যার যার জায়গা থেকে ভালো মতো খেলতে পারি এবং পরিস্থিতি যেটা চাচ্ছে সেটা যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে।’
নিউজিল্যান্ড সিরিজে কোনো ব্যক্তিগত লক্ষ্য আছে কি না এমন প্রশ্নের জবাবে সোহান বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। দল আমার কাছ থেকে যেটা চাইবে, সেটাই করার চেষ্টা করব। নিজের ভুলগুলো নিয়ে অনেকদিন ধরেই কাজ করতেছি। দল যেটা চাইবে সেটা যদি আমি করতে পারি, আমার কাছে মনে হয় ওইটাই লক্ষ্য থাকবে।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফর্ম নিয়ে সোহান বলেন, ‘বিশ্বকাপে আমাদের একটা খারাপ সময় গেছে। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং বড় সুযোগ দল হিসেবে সেখান থেকে বেরিয়ে আসার। আমরা কতটা ভালো, সেটাও দেখানোর সুযোগ। আমার কাছে মনে হয় যে এটি ভালো সিরিজ হবে। আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসী থাকা গুরুত্বপূর্ণ এবং সেরকমই আছি। নিজের জায়গা থেকে চেষ্টা করব ভালো করার।’
আগামী ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। পরবর্তী টেস্ট হবে ঢাকার মিরপুর হোম অব ক্রিকেটে। এই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে নেতৃত্বভার পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
এসএইচ/এএইচএস