খেলা শেষের আগেই মাঠ ছেড়ে গেলেন ব্রাজিল সমর্থকরা
ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারানোর বড় প্রত্যাশা নিয়েই মারাকানায় হাজির হয়েছিলেন ব্রাজিলের সমর্থকরা। কিন্তু তা আর হলো কই। ম্যাচের শুরুতেই দ্বন্দ্বে জড়িয়েছিলেন তারা। এরপর একের পর এক মিস করে তাদের হতাশা বাড়িয়েছেন গ্যাব্রিয়েল জেসুস আর গ্যাব্রিয়েল মার্টিনেলিরা।
এরইমাঝে ৬৩ মিনিটে নিকোলাস ওতামেন্ডির গোলে লিডও পেয়েছে আলবেসিলেস্তেরা। ৮১ মিনিটে লালকার্ড দেখেছেন ফরোয়ার্ড জোয়েলিংটন। স্বাভাবিকভাবেই তাই মন ভালো অবস্থায় নেই ব্রাজিলের সমর্থকরা। মারাকানায় তাই দেখা গেল অন্যরকম এক দৃশ্যের। খেলা শেষের আগেই মাঠ ছেড়ে যাচ্ছেন ব্রাজিলের সমর্থকরা।
— MC (@CrewsMat10) November 22, 2023
ম্যাচের ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে লাফিয়ে হেড করেন নিকোলাস ওতামেন্ডি। বল ঠেকাতে ব্যর্থ অ্যালিসন। মারাকানার মাঠে তখন পুরোপুরি নিঃস্তব্ধতা। গোল খেয়ে আর বসে থাকেনি ব্রাজিল। আক্রমণের ধার আরও বাড়ানোর তাগিদ ছিল কোচ দিনিজের। মরিয়া হয়েই ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে তুলে নামানো হয়েছিল জোয়েলিংটনকে। কিন্তু তাতে লাভের লাভ হয়নি কিছুই।
বরং ম্যাচের ৮১তম মিনিটে রদ্রিগো ডি পলকে মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। শেষের সময়টা ব্রাজিলকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। শেষের এমন দৃশ্যে আরও খানিক অপমানও যুক্ত হয়েছে ব্রাজিলের জন্য।
জেএ