ছবিতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল
হাই-স্কোরিং এক সেমিফাইনাল দেখলো ক্রিকেট বিশ্ব। সেইসঙ্গে একঝাঁক নতুন রেকর্ড। ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের মত বড় মঞ্চ নিশ্চিরভাবেই মন ভরিয়েছে ক্রিকেট ভক্তদের। যেখানে ৭০ রানের বড় জয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে স্বাগতিক ভারত। আর নিউজিল্যান্ড পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেও নাম লিখিয়েছে পরাজিত দলে।
বিরাট কোহলির রেকর্ড ৫০তম ওয়ানডে সেঞ্চুরি, এক বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০ রান ছাপিয়ে দিনের শেষভাগে নায়ক হয়েছিলেন মোহাম্মদ শামি। বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম বোলার হিসেবে ৭ উইকেট শিকার করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন এই পেসার।
রেকর্ডময় এই ম্যাচের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক এক নজরে
ইতিহাস গড়া সেঞ্চুরিতে উড়ছেন কোহলি। সেইসঙ্গে উড়েছে ভারতও। মুম্বাইয়ের সেমিফাইনালে বড় সংগ্রহ দাঁড় করায় টিম ইন্ডিয়া।
উইলিয়ামসন আর ড্যারেল মিচেলে ভর করে ম্যাচে টিকেছিল নিউজিল্যান্ড। ১৮১ রানের জুটিতে প্রতিনিয়ত ভারতীয় বোলারদের হতাশ করছেন এই দুজন।
শামির এক ওভারেই নেই উইলিয়ামসন এবং ল্যাথামের উইকেট। সেখানেই হয়ত পথ হারালো নিউজিল্যান্ড।
জেএ