পাকিস্তান ক্রিকেটের পরিচালকের পদে রদবদল
একদিনেই যেন পরিবর্তনের সব হাওয়া পেতে শুরু করেছে পাকিস্তানের ক্রিকেট। সন্ধ্যায় অধিনায়ক পরিবর্তনের পর এবার দেশটির ক্রিকেট পরিচালকের পদে পরিবর্তন এসেছে। দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে দেওয়া হয়েছে পরিচালকের দায়িত্ব। সাবেক পরিচালক মিকি আর্থারের পদে আসবেন তিনি। তবে এখনই মিকি আর্থারকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, নতুন অন্য কোন দায়িত্বে দেখা যাবে তাকে।
A day of changes for Pakistan cricket! Mohammad Hafeez has been announced as the Director of Cricket
Posted by ESPNcricinfo on Wednesday, November 15, 2023
ডানহাতি ব্যাটার ও অফ স্পিনার হাফিজ পাকিস্তানের ক্রিকেটে 'দ্য প্রফেসর' নামে পরিচিত। ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। সব মিলিয়ে ১২ হাজার ৭৮০ রান করেছেন এবং ২৫৩ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের হয়ে চতুর্থ সর্বোচ্চ ৩২ বার ম্যাচসেরা হয়েছেন। দেশের জার্সিতে জিতেছেন ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।
আরও পড়ুন
এছাড়া দেশটির ক্রিকেটে নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াহাব রিয়াজ। পাঞ্জাবের এই ক্রীড়ামন্ত্রী সাবেক ব্যাটার ইনজামাম উল হকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। এছাড়া এদিন দেশটির ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ইউনিস খান এবং সোহেল তানভীর। ধারণা করা হচ্ছে তারাও নতুন কোন দায়িত্বে আসতে পারেন।
এর আগে, বিশ্বকাপ ব্যর্থতার জেরে সন্ধ্যায় টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি তিন সংস্করণ থেকেই পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর। নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
বাবর আজম দায়িত্ব ছাড়ার পরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে। আর টেস্টের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ।
জেএ