হাস্যকর ভুলে মুশফিককে মনে করালেন রাহুল
সেমিফাইনালে জিততে হলে ইতিহাস গড়তে হবে নিউজিল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯৮ রান তোলা খুব একটা সহজ কাজ নয়। তবে নিউজিল্যান্ডকে এই লম্বা দৌড়ে টিকিয়ে রাখতে পারেন কেইন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ব্যাটিং এর বড় স্তম্ভ তিনি। ক্রিজে ধৈর্য্যশীল ব্যাটিং দিয়ে এখনো কিউইদের ফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছেন এই ব্যাটার।
তবে তাকে ফেরানোর বড় এক সুযোগ পেয়েছিল ভারত। যদিও উইকেটরক্ষক কেএল রাহুলের হাস্যকর এক ভুলে শেষ পর্যন্ত ফেরানো যায়নি উইলিয়ামসনকে। দ্রুত রান নিতে গিয়ে রানআউটই হতে পারতেন কিউই অধিনায়ক। এমনকি তিনি ক্রিজে ব্যাট রাখার আগেই ভেঙে দেয়া হয়েছিল স্ট্যাম্প।
ভারত তখন নিশ্চিত আউটের উল্লাসে মত্ত। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, বল গ্রিপে আসার আগেই স্ট্যাম্প ভেঙেছিলেন ভারতের উইকেটরক্ষক লোকেশ রাহুল। স্বাভাবিকভাবেই তাই বেঁচে যান উইলিয়ামসন। ]
— Sky Sports Cricket (@SkyCricket) November 15, 2023
২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিমও অবিকল একই ভুল করেছিলেন। সেবারও আউট হতে পারতেন উইলিয়ামসন। তবে জীবন পেয়ে পুরো ম্যাচের চিত্রই বদলে দিয়েছিলেন তিনি। বাংলাদেশকে ওই এক হারই ছিটকে দিয়েছিল সেমিফাইনালের রেস থেকে। ভারতের বেলাতেও তেমন কিছু হবে কিনা সেটার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।
জেএ