ডোনাল্ডকে নিয়ে মাহমুদউল্লাহর আবেগী বার্তা
চলতি মাসেই শেষ হওয়ার কথা ছিল অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের চুক্তি। তবে তার কিছুটা আগেই টাইগারদের গুড বাই বলে দিয়েছেন বাংলাদেশের পেস বোলিং এই কোচ। বিশ্বকাপ শেষ হতেই ফিরে গিয়েছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়।
বিশ্বকাপ চলাকালে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে নিজস্ব মন্তব্য প্রকাশের পরই ডোনাল্ডকে নোটিশ দেয় বিসিবি। এরপর ডোনাল্ড নিজেই আর মেয়াদ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায়ের শেষ ম্যাচ।
আরও পড়ুন
কিংবদন্তি এই কোচের বিদায়ে আজ সোমবার ফেসুবকে এক আবেগঘন বার্তা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে তিনি লিখেছেন, 'একজন কিংবদন্তি এবং ভদ্রলোক। অনেক সুন্দর মানুষ। তার সাথে কাজ করা আমার জন্য আনন্দের ছিল।'
A legend & a gentleman. Such a lovely person. It was a pleasure working with you. #Lightning
Posted by Mahmudullah Riyad on Sunday, November 12, 2023
উল্লেখ্য, ২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়। আগামী নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আছে বিসিবির।
তবে শেষ দিকে এসে খুব একটা ভাল সময় যায়নি তার। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে কয়েক দিন আগেই জানিয়েছিলেন মেয়াদ বাড়াতে খুব একটা আগ্রহ নেই তার। পেস বোলিং কোচ বলেছিলেন, 'বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বিসিবির সঙ্গে আমার চুক্তি আছে। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে আমার আলোচনা হবে। আমি এটার প্রতি সম্মান রেখে এখন গণমাধ্যমে কিছু বলতে চাই না, আমার পুরো মনযোগ এখন বিশ্বকাপের দিকে।'
তবে দল ছেড়ে গেলেও পেসারদের সঙ্গে যোগাযোগ থাকবে বলেও মন্তব্য তার, ‘তাদের কেউ যদি কথা বলতে চায়, গ্রুপে চ্যাট করতে চায় করতে পারবে। এটা যেকোনো সময়ই হোক না কেন কোনো সমস্যা নেই। তারা শুধু পেস বোলিং গ্রুপই না তারা সবাই আমার খুব ভালো বন্ধু। তাদের সঙ্গে কাজ করাটা ভালো লাগার। আমি এখানে কাজ না করলেও তাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। আমি শুধু এটুকুই বলতে পারি। আমাকে সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ দিতে চাই।’
এসএইচ/জেএ