শিরোপা পুনরুদ্ধার করল ঢাকা
জাতীয় ক্রিকেট লিগের এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম স্তরের পঞ্চম রাউন্ডের ম্যাচে সিলেটকে ৫২ রানে হারিয়েছে সাইফের নেতৃত্বাধীন দল।
২০২১-২২ মৌসুমে সবশেষ শিরোপা জিতেছিল রাজধানীর দলটি। গত আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। এবার এখন পর্যন্ত পাঁচ ম্যাচে অপরাজিত থেকেই শিরোপা পুনরুদ্ধার করেছে ঢাকা। প্রতিযোগিতায় সব মিলিয়ে এটি তাদের সপ্তম শিরোপা।
ম্যাচের প্রথম ইনিংসে মাহিদুল ইসলামের সেঞ্চুরিতে ২৬৬ রান করে ঢাকা। জবাবে সিলেটের ইনিংস থামে ২১১ রানে। দ্বিতীয়বারে ঢাকা গুটিয়ে যায় ১৫৪ রানে। পরে ২১০ রানের লক্ষ্যে ১৫৭ রানের বেশি করতে পারেনি সিলেট। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির সৌজন্যে ঢাকার জয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মাহিদুল।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ঢাকার সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে সিলেট জিতেছে স্রেফ একটি। এছাড়া এক ড্রয়ের সঙ্গে তারা হেরেছে বাকি তিন ম্যাচ।
শিরোপা পুনরুদ্ধারের অভিযানে সম্মিলিত পারফরম্যান্সের সুফল পেয়েছে ঢাকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে নেই তাদের কোনো ব্যাটার। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ৩২০ রান করে ১২ নম্বরে আছেন রনি তালুকদার।
বোলারদের মধ্যে নয় ইনিংসে ২৪ উইকেট নিয়ে তিন নম্বরে নাজমুল ইসলাম। বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল ৯ ইনিংসে ১৭ উইকেট নিয়ে আছেন ৯ নম্বরে।
এইচজেএস